#কলকাতা: পাহাড় থেকে আই লিগের অভিযান শুরু ইস্টবেঙ্গলের। সাতই জানুয়ারি লাল-হলুদের প্রতিপক্ষ আইজল এফসি। এখনও বিদেশির খোঁজে ইস্টবেঙ্গল কর্তারা।
উনিশশে ডিসেম্বর আই লিগের প্রস্তুতি শুরু করছেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান। তার আগে অর্ণব মণ্ডলের চোট এবং ভাল বিদেশির অভাব ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে।
সাতই জানুয়ারি অ্যাওয়ে ম্যাচ দিয়েই শুরু লাল-হলুদের আই লিগের অভিযান। প্রতিপক্ষ আইজল এফসি। চোদ্দ ও আঠেরো তারিখ প্রতিপক্ষ শিবাজিয়ান্স ও চেন্নাই সিটিএফসি। বাইশ তারিখ বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। উনতিরিশ তারিখ প্রতিপক্ষ পঞ্জাবের দল মিনার্ভা। পয়লা ফেব্রুয়ারি মুম্বই, পাঁচ তারিখ চেন্নাই আর বারো তারিখ শিলিগুড়িতে ডার্বি। যে ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। পনেরো তারিখ ইস্টবেঙ্গল খেলবে লাজংয়ের বিরুদ্ধে।
আটই জানুয়ারি থেকে শুরু বাগানের আই লিগের অভিযান। রবীন্দ্র সরোবরে প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। ঘরের মাঠে তেরো ও সতেরো তারিখ খেলতে হবে লাজং এবং মুম্বইয়ের বিরুদ্ধে। নতুন দল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ একুশে জানুয়ারি। সাতাশে জানুয়ারি প্রতিপক্ষ শিবাজিয়ান্স। ফেব্রুয়ারি মাসের চার তারিখে প্রতিপক্ষ আইজল এফসি। বারো তারিখ বড় ম্যাচ। আর পনের তারিখ মুম্বই এফসি।এরমধ্যে এএফসি কাপ খেলবে সবুজ-মেরুন। একতিরিশে জানুয়ারি মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচ কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি।
এক দশকের বেশি সময় হল আই লিগ নেই। এবার কী সম্ভব ? হয়তো সময় বলবে।