#ILeague2017: চোট পেয়ে ডার্বিতে অনিশ্চিত পেইন

ওয়েডসনের পর এবার পেইন। ডার্বিতে অনিশ্চিত ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি।

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Mar 31, 2017 09:40 AM IST
#ILeague2017: চোট পেয়ে ডার্বিতে অনিশ্চিত পেইন
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Mar 31, 2017 09:40 AM IST

#কলকাতা: ওয়েডসনের পর এবার পেইন। ডার্বিতে অনিশ্চিত ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি। অনুশীলনে থাইয়ে চোট পেলেন এশীয় কোটার এই ফুটবলার।

দীর্ঘ ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। আর মাঠে নেমে লাল-হলুদের বিপদ বাড়ালেন। এবার চোটের তালিকায় ঢুকে পড়ল ক্রিস্টোফার পেইনের নামও।

অনুশীলনের সময় থাইয়ে চোট পেলেন অস্ট্রেলিয়ার এই ফুটবলার। সামনে ফিরতি বড় ম্যাচ। কুঁচকির চোটে আগেই অনিশ্চিত হয়েছেন হাইতিয়ান তারকা ওয়েডসন। এবার পেইনের চোট নিয়েও প্রশ্ন উঠে গেল। কর্তাদের একাংশের অভিযোগ, ছুটি পেয়ে পেইন এমন কী করলেন, যার জন্য মাঠে নামতেই চোট পেতে হল এই অজি ফুটবলারকে। সব মিলিয়ে ফিরতি ডার্বিতে মাঠে নামার আগে চাপ বাড়ছে সেই মর্গ্যানের উপরেই।

First published: 09:40:20 AM Mar 31, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर