corona virus btn
corona virus btn
Loading

দুর্গার কি রূপ আছে ? কী সেই রূপ ? উত্তর খুঁজছে কাঁকুরগাছির মিতালি সংঘ

দুর্গার কি রূপ আছে ? কী সেই রূপ ? উত্তর খুঁজছে কাঁকুরগাছির মিতালি সংঘ
  • Share this:

#কলকাতা: উৎসব আসছে। শরতের আকাশে আগমনীর সুর। মেয়ের ঘরে ফেরার আনন্দে কত পরিকল্পনা। মিতালি সংঘের প্রশ্ন, দুর্গাকে কীভাবে দেখব আমরা ? যেভাবে দেখতে অভ্যস্ত, সেভাবেই? না কি অন্য কোনও রূপে? অন্য কোনও ফর্মে? বিমূর্তের আড়ালে এক অন্য দুর্গা উৎসব কাঁকুরগাছির মিতালী সংঘে ।

দুর্গার কী রূপ আছে ? কী সেই রূপ? পঞ্চদুর্গা, না নবদুর্গা? উমা , না পার্বতী ? অসুরদলনী , না কি শান্তিদায়িনী ? দুর্গা আসলে উৎসবের নাম। অরূপের মধ্যে রূপের সন্ধান। যে ভাবে চাই, সেভাবেই দুর্গা হাজির আমাদের সামনে। কাঁকুরগাছির মিতালি সংঘের থিম এবার বিমূর্তের আড়ালে।

শিল্পীর কল্পনায়, দুর্গাই ধারক। দুর্গাই বাহক। জীবনের প্রতি ক্ষেত্রেই তার উপস্থিতি। বঞ্চিত নয় ফেলে দেওয়া, অকিঞ্চিতকর জিনিসও। সেই সব জিনিসেই সেজে উঠছে মিতালি সংঘের দুর্গার ঘর। পাইপ, টিনের রঙ কৌটো, ঝুড়িতে রঙিন হয়ে উঠছে সরু গলির মধ্যে মিতালির এক চিলতে পরিসর। থিম যাই হোক, মিতালির উমা কিন্তু মৃন্ময়ী। চিরচেনা সেই মাতৃমূর্তি। সময়ের প্রয়োজনে থিম এসেছে। তা বলে ট্রাডিশন থেকে সরছে না ছাব্বিশের মিতালি।

নিউজ 18 বাংলা

First published: October 2, 2018, 5:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर