#কলকাতা: পুজো তো কী? অফিস তো ছুটি নেই ৷ তবে বন্ধুরা প্ল্যান নিয়ে রেডি ৷ তাই অফিসে ফিরেই তৈরি হয়ে বেড়িয়ে পড়ুন ঠাকুর দেখতে ৷ কিন্তু রিফ্রেশ হবেন কীভাবে? বাড়িতেই রয়েছে এমন কিছু রসদ যা দিয়ে মাত্র এক মিনিটেই সতেজ হয়ে উঠতে পারবেন ৷ কীভাবে? পড়ে নিন...
উষ্ণজলে কিছু পরিমাণ জোয়ান ফেলে দিন ৷ সেই জলে ভাপ নিন ৷ দেখবেন এক মিনিটেই সতেজ হয়ে উঠবেন ৷
ভালো করে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন ৷ অল্প পরিমাণ কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুখে মেখে ফেলুন ৷ কিছুক্ষণ রেখে, ফের ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন ৷
জলে বেসন গুলিয়ে মুখে মেখে নিন ৷ কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন ৷ মুখ মুছে অল্প ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না ৷
বাইরে বের হলে ব্যাগে রাখুন ওয়েট টিস্যু ৷ ঘেমে গেলেই মুখ মুছে নিন ৷
বাইরে বের হওয়ার আগে অল্প করে ফাউন্ডেশন লাগিয়ে নিতে পারেন ৷
উজ্জ্বল রঙের পোশাক পরুন ৷ দেখবেন এতে মন ভালো থাকবে ৷