corona virus btn
corona virus btn
Loading

পুজোর প্ল্যানিং শুরু হোক এখন থেকেই, সরকারি কর্মচারীদের পুজোয় টানা ১৬ দিনের ছুটি

পুজোর প্ল্যানিং শুরু হোক এখন থেকেই, সরকারি কর্মচারীদের পুজোয় টানা ১৬ দিনের ছুটি
File Photo

পুজোর প্ল্যানিং শুরু হোক এখন থেকেই, সরকারি কর্মচারীদের পুজোয় টানা ১৬ দিনের ছুটি

  • Share this:

 #কলকাতা: নতুন বছরে নতুন ক্যালেন্ডার বাড়িতে আসতেই পাতা উল্টে ছুটির দিনগুলো দেখে নেওয়া আমাদের পুরনো অভ্যেস ৷ বড় হোক বা ছোট নতুন বছর পড়তেই প্রথমেই ছুটির তালিকা দেখেই শুরু হয় ঘোরার প্ল্যানিং ৷ ছুটির নিয়ে দরাজ ২০১৮ ৷ বছরের প্রথম মাসেই প্রায় ১২ থেকে ১৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা ৷

জানুয়ারির মতোই ১৮ সালের অক্টোবরও ছুটিতে ভরা ৷ মমতা সরকারের কল্যাণে এবছর ১২ থেকে ১৩ দিনের পুজোর ছুটি পেতে পারেন সরকারী কর্মীরা ৷ যা সহজেই ১৬ দিনও গড়াতে পারে ৷ অক্টোবর ছুটির শুরু মহাত্মা গান্ধির জন্মদিন ২ অক্টোবর থেকে ৷ এবছর মহালয়া পড়েছে ৮ অক্টোবর সোমবার ৷ অতএব, ৬ অক্টোবর ও ৭ অক্টোবর শনি-রবির ছুটি যোগ করলে তিনদিনের টানা ছুটি ৷ ফের টানা ছুটি শুরু হবে ১৩ অক্টোবর ৷

চলতি বছরে পঞ্চমী, ১৪ অক্টোবর রবিবার ৷ অতএব, ১৩ অক্টোবর শনিবার থেকেই শুরু হচ্ছে সরকারি কর্মচারীদের পুজোর ছুটি ৷ ১৩ তারিখ থেকে ২৪ অক্টোবর লক্ষ্মীপুজো অবধি টানা ১২ দিনের ছুটি ৷ তবে এই ছুটি ১৬ দিন পর্যন্তও চলতে পারে ৷ ২৫ অক্টোবর বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর বিসর্জন ৷ সেই সপ্তাহে বাকি পড়ে রইল ২৬ অক্টোবর শুক্রবার ৷ ওই দিনটি ছুটি নিয়ে নিলেই শনি-রবি মিলিয়ে ২৮ অক্টোবর অবধি টানা ১৬ দিনের ছুটি পাক্কা ৷

এবার পুজোয় তবে জমিয়ে ঘোরার জন্য আজ থেকেই শুরু হোক প্ল্যানিং ৷

First published: January 12, 2018, 2:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर