#কলকাতা: দেখি তোমার দুগ্গা কেমন? দশহাতে তার কী কী আছে? বাহনেরা সেজেছে কেমন? প্যান্ডেলে কী রং লেগেছে ? মেলা বসেছে, ফুচকাওয়ালা বসেছে ৷ নাগরদোলায় ঘুরছে মানুষ, চিড়ে চ্যাপ্টা ভিড়ের চাপে ৷ কল্পনা থেকে ক্যানভাসে, তুলির টানে তোমার মা দুগ্গা !
বাড়ির ছোটদের হাতে তুলে দিন রং, তুলি, পেন্সিল ৷ সাদা কাগজ জুড়ে খেলা করুন ছোট ছোট হাত ৷ ফুটে উঠুক দুগ্গাপুজোর ছবি ৷ আর পাঠিয়ে দিন আমাদের ওয়েবসাইটে ৷ News18Bangla-এর ‘আঁকিবুকির দুগ্গা’ আঁকা প্রতিযোগিতায়, কে বলতে পারে আপনার পরিবারের খুদেটি জিতে নিল পুরস্কার ! তাহলে আর দেরি কেন, জলদি আমাদের পাঠিয়ে ছবি ৷ নিচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন ছবি পাঠানোর নিয়মাবলি ৷
ক্লিক করুন: https://bengali.news18.com/durga-puja-2018/drawing-competition/
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।