#কলকাতা: গত বছরের মতো এ বছরেও করোনা-কাঁটা পুজোর আনন্দে (Durga Puja 2021 Restrictions in Mandap)। করোনাভাইরাসের অতিমারিকালে এবারেও দুর্গোৎসবে কোনও মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না। দর্শকদের মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে (Durga Puja 2021 Restrictions in Mandap)। শুক্রবার রাজ্য কলকাতা হাই কোর্টকে জানিয়েছে, মণ্ডপে নো-এন্ট্রি রাখার নির্দেশ দিলে তারা আপত্তি করবে না। সেই মতো হাইকোর্ট এবারেও দুর্গা এবং কালীপুজোর সমস্ত মণ্ডপকেও 'নো-এন্ট্রি' জোন হিসেবে চিহ্নিত করেছে (Durga Puja 2021 Restrictions in Mandap)।
গতবারের মতো এই বছরও পুজো মণ্ডপগুলিতে 'নো এন্ট্রি জোন'-ই থাকছে, শুক্রবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন রাখার নির্দেশ দিলে আপত্তি করা হবে না। এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। ফলে এবারের দুর্গাপুজো থেকে কালী পুজো হতে চলেছে দর্শকশূন্য মণ্ডপে। মণ্ডপের বাইরেও করোনা বিধি মেনে চলতে হবে। মাস্ক ও শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে।
গত বছর ঠিক একই কারণে, করোনার অতিমারি পরিস্থিতিতে মাথায় রেখে মণ্ডপে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিল। গতবারের ১৯ ও ২১ অক্টোবর দেওয়া নির্দেশ জারি রাখার আবেদন মেনেই এবারেও মণ্ডপে নো এন্ট্রি থাকছে। ফলে এ বারেও দুর্গাপুজো থেকে কালীপুজোর মণ্ডপ দর্শকশূন্য থাকতে চলেছে।
আরও পড়ুন: দুর্গা পুজোয় থাকছে না নাইট কারফিউ, রাত জেগে ঠাকুর দেখায় ছাড় দিল নবান্ন
গতকালই রাজ্যে করোনা অতিমারি নিয়ন্ত্রণে বিধিনিষেধ ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য সরকার৷ কিন্তু দুর্গাপুজো (Durga Puja 2021) এবং উৎসবের মরশুম উপলক্ষে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নাইট কারফিউ থাকছে না (Night Curfew relaxed in West Bengal for Durga Puja)৷ এ দিন বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করে প্রশাসন৷ যদিও এখনও লোকাল ট্রেন চালু করায় ছাড়পত্র দেয়নি রাজ্য প্রশাসন (New Covid 19 Guidelines in West Bengal)৷ শুধুমাত্র ১০ থেকে ২০ অক্টোবর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষ এবং যানবাহনের চলাফেরায় কোনও বাধা থাকছে না৷
আরও পড়ুন: উদ্বেগ বাড়ছে উৎসবে, গত ২৪ ঘণ্টায় দেশে ফের চড়ল করোনা গ্রাফ, সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Coronavirus, Durga Puja 2021, Kolkata