• Home
  • »
  • News
  • »
  • kolkata
  • »
  • Durga Puja 2021 | Coronavirus: করোনা এখনও রয়েছে! তাই চলতি বছরেও কোলাকুলি নয়

Durga Puja 2021 | Coronavirus: করোনা এখনও রয়েছে! তাই চলতি বছরেও কোলাকুলি নয়

করোনা এখনও রয়েছে! তাই চলতি বছরেও কোলাকুলি নয়

করোনা এখনও রয়েছে! তাই চলতি বছরেও কোলাকুলি নয়

Durga Puja 2021 | Coronavirus: তবে মিষ্টিমুখ থেকে আড্ডা বাদ যাচ্ছে না কিছুই। 

  • Share this:

#কলকাতা: নিউ নরমাল পুজোয় (Durga Puja 2021) এবার সব কিছুই ছিল নিয়ম মেনেই। আর সেই নিয়মের গেরোয় এবার কোলাকুলি। বিগত বছরগুলিতে দেখা যায়, গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পরেই কোলাকুলিতে মেতে ওঠেন সকলে। কিন্তু এবারও 'দো-গজ কি দুরি' মানতেই হবে। ফলে শুধুই হাত তুলে নমস্কার। যদিও স্বাস্থ্যের খেয়াল রেখে অনেকেই বলছেন, আগে স্বাস্থ্য, পরে ঐতিহ্য।

সুদীপ চট্টোপাধ্যায় দীর্ঘ ৫৫ বছর ধরে প্রতিমা নিরঞ্জন করতে আসেন। জলে ঠাকুর পড়ার পরেই মিষ্টিমুখ, কোলাকুলিতে মেতে ওঠেন। এবার যদিও তিনি ঘাট অবধিই পৌছতে পারেননি। কারণ নিয়মানুযায়ী, নিরঞ্জন স্থান অবধি মাত্র দু'জনকেই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। নিরঞ্জন সম্পূর্ণ করার পরেও সদস্যদের একত্রিত হওয়ার নেই কোনও সুযোগ। ফলে এবারেও কোলা-কুলির অনুমতি নেই। সুদীপ বাবু জানাচ্ছেন, "আগে কখনও এমন অভিজ্ঞতা হয়নি। এটাই তো বাঙালিদের দস্তুর। কোলাকুলি করা গেল না এবছর। তবে হাত তুলে প্রণাম হচ্ছে। এবছর তো কিছু করার নেই। আশা করছি আগামী বছর আবার দশমীর কোলাকুলি হবে।"

একই অভিজ্ঞতা যাদবপুরের চিন্ময় রায়ের। তিনিও জানাচ্ছেন, "আমাদের যৌথ পরিবার। সেখানে দশমীতে (Durga Puja 2021) দাদা-ভাই বা বয়জ্যোষ্ঠদের দশমীর দিনে কোলাকুলি করা হয়। এবছর এসব কিছুই হল না।" মন খারাপের সুর থাকলেও, অনেকে অবশ্য এই নয়া নিয়ম মেনে নিয়েছেন। যেমন দিব্যজ্যোতি মুখোপাধ্য়ায়। কলেজ পড়ুয়া ছেলে জানাচ্ছেন, "এক বছর ঐতিহ্য না মানলে কিছু খারাপ হবে না। তবে অসুস্থ হলেই একাধিক মানুষের অসুবিধা হবে।" এই বক্তব্যে সহমত পোষণ করলেন, বিজয় রায়।

আরও পড়ুন- গঙ্গা দূষণে চিন্তিত পরিবেশবিদরা! আগামী বছর থেকে জোর দেওয়া হবে কৃত্রিম জলাশয়ে ভাসানে

তিনিও জানাচ্ছেন, "পুজোর (Durga Puja 2021) সময় সবাই একসঙ্গে মিলিত হই। আমরা অনেকেই বাইরে থেকে আসি। ফলে কেউ সংক্রমিত হলে অনেকের ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। তাই কোলাকুলি না হওয়ায় মন্দ কিছুই হয়নি।" এভাবেই পুজো মেটার পরে বাঙালির চিরন্তন কোলাকুলি নিয়ে ভিন্ন মত উঠে এসেছে। তবে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আক্ষেপ অবশ্যই একটা থাকছে। তবে আগামী বছর সব মিটিয়ে নেওয়া হবে। আনন্দ হবে দ্বিগুণ। চলতি বছরেও আমরা বারবার সতর্ক করেছি। আশা করছি মানুষ নিজে থেকেই সচেতন হবেন। ফলে আক্ষেপ থাকলেও, আশায় রয়েছে বাঙালি।

Abir Ghoshal 

Published by:Swaralipi Dasgupta
First published: