#কলকাতা: জলের অপচয় ও নারী নির্যাতন বন্ধে সচেতনতা। নিউটাউনের উচ্চমাধ্যমিক পড়ুয়া সুকোমল দাসের হাতিয়ার দুর্গাপ্রতিমা।
কখনও প্লাস্টার অফ প্যারিস। কখনও শোলা, মাটি, কাগজ, কাপড়। এসব দিয়েই ঠাকুর গড়ে নিউটাউনের সুকোমল।
বড় দুর্গা বানিয়ে তাক লাগিয়েছিল দেশপ্রিয় পার্ক। তারপর খুদে প্রতিমা তৈরির ভাবনা সুকোমলের। সংবাদমাধ্যমে দেশের জলসমস্যা নিয়ে সামনে আসে নানা রিপোর্ট। জলের অপচয় রুখতে লাগাতার প্রচার শুরু করে নিউজ এইটিন বাংলাও। খবর দেখে দুর্গাপ্রতিমার মাধ্যমে মানুষকে সচেতন করার সিদ্ধান্ত।
শুধু জলের অপচয় বা গঙ্গাদূষণ নয়। নারী নির্যাতনের প্রতিবাদ জানাতেও সুকোমলের অস্ত্র তার শিল্প-সৃষ্টি।
সুকোমলের বাবার সামান্য আয়, সংসারে নিত্য অভাব। হাতখরচ তুলতে কনে সাজায় সুকোমল। ছোটদের আঁকাও শেখায়। স্বপ্ন দেখে নামজাদা শিল্পী হওয়ার। স্বপ্ন দেখে দূষণমুক্ত পৃথিবীর, সুন্দর সমাজের।