হোম /খবর /কলকাতা /
দুয়ারে সরকার নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! ৩৩টি সরকারি পরিষেবায় আবেদনের সুযোগ

Duare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! ৩৩টি সরকারি পরিষেবায় আবেদনের সুযোগ

দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা নবান্নের

দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা নবান্নের

Duare Sarkar: প্রতিটি শিবিরেই এবার বসছে সাধারণ মানুষের অভিযোগ জানানোর বক্স। যা জেলাতে নয় সরসারি রাজ্যস্তরে আনিয়ে তা দেখা হবে।

  • Share this:

কলকাতা: দুয়ারে সরকারে প্রতিটি শিবিরে জমা পড়া অভিযোগে সরাসরি নজরদারি চালাবে নবান্ন। শনিবার থেকে রাজ্যে ষষ্ঠ পর্যায়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিটি শিবিরেই এবার বসছে সাধারণ মানুষের অভিযোগ জানানোর বক্স। যা জেলাতে নয়, সরসারি রাজ্যস্তরে আনিয়ে তা দেখা হবে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই নীচুতলার মানুষের অবাব অভিযোগ শুনতেই এই ব্যবস্থা। রাজ্যের ৬ কোটি মানুষের মোবাইলে দুয়ারে সরকার সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন, এবার রাজ্যে বুথ ভিত্তিকদুয়ারে সরকার শিবির বসানো হবে।

এতদিন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শিবির হত। এজন্য এবার এক লক্ষ শিবির খোলা হবে। থাকবে ভ্রাম্যমান শিবিরও। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার প্রতিদিন ব্লক ভিত্তিক কত মানুষ দুয়ারে সরকার শিবিরে অংশ নিয়েছে, কি কি সরকারি পরিষেবার জন্য আবেদন জানিয়েছে তা বিস্তারিতবাবে নিয়মিত জানা যাবে। রাজ্য স্তরে প্রতিটি দুয়ারে শিবিরের কার্যকলাপ সরাসরি নজরদারী ভ্যবস্থা রাখা হয়েছে।

 

প্রথম দফায় ১০ এপ্রিল পর্যন্ত শিবিরে সাধারণ মানুষের কাছে ৩৩ টি সরকারি পরিষেবার জন্য আবেদন নেওয়া হবে। পরের দশ দিন ওই শিবির থেকে পরিষেবা দেওয়া হবে। এবারে নতুন চারটি সরকারি পরিষেবা যুক্ত হয়েছে, বিধবা বাতা, অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর পড়ুয়াদের জন্য মেধাশ্রী বৃত্তি, বেকারদের ব্যবসা করার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও ক্ষুদ্র সেচের পরিকাঠামো বিকাশে আর্থিক সাহায্য সংক্রান্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে। থাকবে স্বাস্থ্য শিবির। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আধার কার্ডের আবেদন জানানোর ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন, বিরাট স্বস্তি! NSC, কিষাণ বিকাশপত্র, সুকন্যাতে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার

আরও পড়ুন, কারোর মৃত্যুর পরে কী হয় তাঁর Facebook অ্যাকাউন্টে, এই ঘটনা শুনলে চমকে উঠবেন

সাধারণ মানুষকে সাহায্য করার জন্য প্রতিটি শিবিরেই থাকবে হেল্প ডেস্ক। মুখ্যসচিব জানান, রাজ্য স্তরেও চালু করা হচ্ছে হেল্প লাইন। ১৮০০ ৩৪৫ ০১১৭/ ০৩৩২২১৪০৫১২ নম্বরে ফোন করে মানুষ তার সমস্যা বা প্রশ্নের জবাব পাবেন। ৪৪ জন সিনিয়ার অফিসারকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত পাঁচটি দুয়ারে সরকারে ৩ লক্ষ ৭৫ হাজার শিবির খোলা হয়েছিল। ৯ কোটি মানুষ অংশ নিয়েছিল। ৭ কোটি পরিষেবা দেওয়া হয়েছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Duare Sarkar