#কলকাতা: রাজ্যজুড়ে 'দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমে ১.৭৭ কোটি মানুষকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হয়েছে। সোমবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন " দুয়ারে সরকার ওয়ার্ল্ডের বেস্ট প্রোগ্রাম। এটা একটা বড় কাজ। যারাই আবেদন করেছে সবাই পরিষেবা পেয়েছে।" এদিন নবান্ন থেকে 'মা' প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই মা প্রকল্পের অধীনে ৫ টাকা দামে ডিম-ভাত দেওয়া হবে রাজ্যের বিভিন্ন মহানগরে। এই প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, " সরকার এর জন্য ভর্তুকি দেবে ১৫ টাকা। দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত চালানো হবে। বাজেটে বলেছিলাম তার ৮ থেকে ১০ দিনের মধ্যেই এই প্রকল্প আমরা চালু করলাম।"
সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য গত বছরের পয়লা ডিসেম্বর থেকে রাজ্য সরকার "দুয়ারে সরকার" কর্মসূচি প্রকল্প শুরু করেছিল। মোট পাঁচটি পর্যায়ে এই প্রকল্প হয়। রাজ্যজুড়ে মোট এই পাঁচটি পর্যায়ের জন্য ৩২৮৩০ টি শিবির আয়োজন করা হয়েছিল। মূলত এই কর্মসূচির অধীনে রাজ্য সরকারের একাধিক পরিষেবা দেওয়ার ঘোষণা আগেই করা হয়। সেই মোতাবেক খাদ্য-সাথী,স্বাস্থ্য সাথী থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক পরিষেবা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন পরিষেবা কত সংখ্যক মানুষ পেয়েছে এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে:
সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে কোন পরিষেবা কত সংখ্যক মানুষ পেয়েছেন তার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। রাজ্য সরকারের ওয়েবসাইটেও এই পরিসংখ্যানটি দেওয়া হবে বলেও নবান্নের তরফে জানানো হয়েছে।