#কলকাতা: নিষিদ্ধ মাদক সহ পুলিশের জালে আটক ২ জন। উদ্ধার হয়েছে ১১ গ্রাম এমডিএমএ ড্রাগ, যা আসলে সিন্থেটিক ড্রাগ। বাজার মূল্য চার লক্ষ টাকারও বেশি। ধৃতদের নাম মেহবুব আলম ও পারভেজ আহমেদে। দু'জনেরই বয়স চল্লিশের কাছেকাছি।
মুম্বইয়ের বাসিন্দা মেহবুব আলম মাদক-চক্রের অন্যতম চাঁই। অন্ধকার জগত তাকে চেনে ম্যাক্স বলে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই ম্যাক্সই কলকাতার বাসিন্দা পারভেজের হাতে তুলে দিত নিষিদ্ধ মাদক। পারভেজের কলকাতায় দুটি বার রয়েছে। সেই সব বারের সিঙ্গারদের মাধ্যমেই সে মাদকের ব্যবসা চালাত। পারভেজকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু'জনকেই ২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারক।
আরও পড়ুন-কলেজ দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ! অগ্নিগর্ভ দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drug Business, Kolkata bar, Kolkata drug racket, Synthetic drug rescued