#কলকাতা: অনমনীয় মনোভাব। হাসপাতালের শীর্ষপদে থেকেও পুরোদস্তুর কর্পোরেট মনোভাব। চিকিৎসা নয়। ব্যবসা করতে এসেছি। গর্ব করে সেকথা ঘোষণাও করেছিলেন। সেটাই কাল হল। অ্যাপোলো কর্তৃপক্ষের চাপে অ্যাপোলোর পূর্বাঞ্চলের সিইও পদ থেকে সরতে হল রূপালি বসুকে। ইস্তফা নয়, সরিয়েই দেওয়া হয়েছে রূপালিকে। অ্যাপোলো কর্তৃপক্ষের কথাতেই তা স্পষ্ট।
অ্যাপোলোর শীর্ষপদ থেকে ইস্তফা রূপালি বসুর। কর্পোরেট রীতি মেনেই পূর্বাঞ্চলের সিইও-কে ইস্তফা দিতে বাধ্য করাল অ্যাপোলো কর্তৃপক্ষ। সঞ্জয় রায়ের চিকিৎসায় গাফিলতির অভিযোগের পরই তৎপরতা শুরু হয়েছিল চেন্নাইতে অ্যাপোলোর সদর দফতরে। রূপালির আচরণ, মনোভাবে সংস্থার ক্ষতি হচ্ছে বুঝেই তাঁকে সরানোর কাজ শুরু হয়।
রূপালি উবাচ ---
‘‘বেসরকারি হাসপাতাল ব্যবসার জায়গা। এখানে দায়-খয়রাতির চলতে পারে না ৷ চিকিৎসা নয়। ব্যবসা করতে এসেছি। তেমন বুঝলে কলকাতা ছেড়ে চলে যাব ৷’’
রূপালির এই মনোভাব, এমন মন্তব্য ভালভাবে নেয়নি অ্যাপোলো। পরিস্থিতি সামলাতেও তিনি ব্যর্থ বলেও অভিযোগ।
রূপালির বিরুদ্ধে অভিযোগ-----
-টাউনহলে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রূপালি -চিকিৎসা গাফিলতি নিয়ে যখন শহর তোলপাড় তখনও নিরুত্তর অধিকর্তা -কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি রূপালি বসুর -তিনি সেই সময়ে নিউজিল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন -যদিও সোশ্যাল মিডিয়ায় সবসময়েই সক্রিয় ছিলেন -বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা রাজ্যের উদ্যোগের বিরোধিতা -রূপালির মতামত ছিল পরিষেবা নয়, ব্যবসা করতে এসেছেন তাঁরা -তাঁর এই কথাই এবার বুমেরাং হয়ে গেল
যদিও রূপালি বসুর কেরিয়ারে সাফল্য কম নয়। এনআরএস হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করার পর ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ থেকে স্নাতকোত্তর করেন তিনি ৷ হার্ভার্ড মেডিক্যাল কলেজ থেকে হসপিটাল ম্যানেজমেন্ট পাশ করার পর ২০০৮ এ অ্যাপোলোয় যোগ দেন ৷ ২০১৪ সালে সিইও পদে দায়িত্ব নেন রূপালি বসু ৷
বৃহস্পতিবার ইস্তফা দেওয়ার পর রূপালি বসুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পেশায় চিকিৎসক ও হাসপাতাল বিশেষজ্ঞ। আচরণে একেবারে কর্পোরেট কত্রী। বিভিন্ন বণিকসভার সদস্য- ফ্যাশন শো- কার্নিভালে চেনা মুখ। তবে মানবিকতার প্রসঙ্গ এলেই পাক্কা ব্যবসায়ী। চিকিৎসক আর কর্পোরেট পেশাদারের যে পার্থক্য, তা না বোঝাটাই কাল হল রূপালি বসুর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Apollo Gleneagles Hospitals, Apollo Hospitals, Apollo Kolkata, DR. Rupali Basu, ডা. রূপালি বসুর