#কলকাতা: জ্বর হওয়ায় চিকিৎসা না করিয়ে পরিচারিকাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। প্রায় সাড়ে চার ঘণ্টা কোনও চিকিৎসা না পেয়ে অবশেষে ওই মহিলাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। বালিগঞ্জের একটি আবাসনে ইংল্যান্ড ফেরত তরুণ করোনায় আক্রান্ত হন। তারপর পরিচারিকার জ্বর হওয়ায় বাড়ি মালিকের বিরুদ্ধে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সেখান থেকে কুলতলিতে নিজের গ্রামে ফিরলেও তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। জামতলা হাসপাতালে তিন ঘণ্টা কোনও চিকিৎসা না পেয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন বালিগঞ্জের বাসিন্দা। শহরে ফেরার ছ’দিনের মাথায় বেলেঘাটা আইডি হাসপাতালে জ্বর, কাশির উপসর্গ নিয়ে তাঁকে ভর্তি করানো হয়। তরুণ প্রথমে দাবি করেছিলেন, কলকাতায় ফিরে তিনি ‘হোম কোয়রান্টিনে’ ছিলেন। কিন্তু স্বাস্থ্য দফতর খোঁজ নিয়ে জানতে পারে, কালীঘাটে বাবার দোকানের পাশাপাশি বন্ধুদের সঙ্গে কফিশপে গিয়েছিলেন তরুণ। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা ৫০ ছাড়িয়েছিল। এরপর তরুণের বাবা-মা অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বাবা আক্রান্ত হওয়ায় এখন তাঁর কর্মস্থলে সংস্পর্শে কারা এসেছিলেন তা দেখা হচ্ছে। পরিচারকের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজেও নেমে পড়েছে স্বাস্থ্য ভবন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Domestic help evicted