#কলকাতা: পঞ্চায়েতের আগে ফের হুমকি দিলীপ ঘোষের। ভোটের দিনগুলিতে গোলমাল জিইয়ে রাখার জিগির। অশান্তি পাকালে পালটা মারের নিদান। তৃণমূলের ভাষাতেই জবাব। ভোটে গোলমাল করতে এলে ফিরতে হবে স্ট্রেচারে করে। বিতর্কিত মন্তব্য রাজ্য বিজেপি সভাপতির।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্য রাজনীতির উত্তাপ বেড়েই চলেছে ৷ শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন বিরোধীরা ৷ পুলিশের নিস্ক্রিয়তা নিয়েও অভিযোগ তুলছেন বিরোধী দলের নেতা-নেত্রী ৷ তবে এবার আর প্রচ্ছন্নে নয়, বরং প্রকাশ্যে তৃণমূলকে হুমকি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
রবিবার তৃণমূল কংগ্রেসকে হুমকি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘মনোনয়নে প্রতিফলন পড়বে ভোটে ৷ তৃণমূলের ভাষাতেই উত্তর দেওয়া হবে ৷ এতদিন গুন্ডাদের মারা হচ্ছিল ৷ এবার পাণ্ডাদের মার দেওয়া হবে ৷ ভোটে মানুষ গ্রাম পাহারা দেবেন ৷ বহিরাগতদের বাধা দেবেন স্থানীয়রা ৷ গোলমাল করলে স্ট্রেচারে যেতে হবে ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election