হোম /খবর /কলকাতা /
দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে বিপদে অভিষেক, আইনি নোটিশ ধরালেন রাজ্য বিজেপি সভাপতি

দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে বিপদে অভিষেক, আইনি নোটিশ ধরালেন রাজ্য বিজেপি সভাপতি

নোটিশে বলা হয়েছে ৩ দিনের মধ্যে মন্তব্য প্রত্যাহার করে, নিঃশর্ত ক্ষমা না চাইলে দায়ের করা হবে মামলা ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রকাশ্য মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে নাম নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ সম্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জবাব দিতে দেরি করেননি দিলীপ ঘোষও ৷ এদিন এক ধাপ এগিয়ে আক্রমণের ধার বাড়িয়ে সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন রাজ্য বিজেপি সভাপতি ৷ নোটিশে বলা হয়েছে ৩ দিনের মধ্যে মন্তব্য প্রত্যাহার করে, নিঃশর্ত ক্ষমা না চাইলে দায়ের করা হবে মামলা ৷

বিতর্কের সূত্রপাত রবিবার ৷ ভাইপো বলে আক্রমণের জবাবে সাতগাছিয়ার সভা থেকে গেরুয়া শিবিরকে যুব তৃণমূল সভাপতি অভিষেকের চ্যালেঞ্জ,‘ভাইপো বলে আমাকে বারবার টার্গেট করা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক। বিজেপির ছোট, বড়, মাঝারি নেতারা আমাকে বারবার ভাইপো বলে ডেকে সমালোচনা করছেন ৷ কিন্তু কেউ নাম নিতে পারে না। বুকের পাটা থাকলে নাম নিয়ে বলুন। নাম নিয়ে বলার বুকের পাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নেই ৷ যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলেছেন, তাঁকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি, যদি সাহস থাকে, তাহলে আমার নাম নিয়ে কথা বলুন। ’

এখানেই শেষ নয়, অভিষেক আরও বলেন, ‘ভাববাচ্যে কথা বলে লাভ নেই ৷ এই তো আমি সরাসরি নাম নিয়ে বলছি ৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা। আমি নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, মামলা করে দেখান।’

অভিষেকের খোলা চ্যালেঞ্জের তৎক্ষণাৎ উত্তর দেন রাজ্য বিজেপি সভাপতি, ‘বুকের পাটা আছে বলেই রাজনীতি করছি ৷ ডিসেম্বরে বুঝবে কার কত পাটা ৷ FIR করার দম আছে কিনা বুঝবে কিছুদিনেই ৷ দরকার হলে গুন্ডামি করব ৷’ এখানেই শেষ নয়, খোলা মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষের পাল্টা চ্যালেঞ্জ, ‘হ্যাঁ আমি গুন্ডা ৷ এতদিন তোমরা গুন্ডামি করেছ,এবার আমরা করব ৷’

ডায়মন্ডহারবার সাংসদের দেওয়া- 'আইনি মামলা করুন', এই চ্যালেঞ্জের জবাবে সোমবার আইনি নোটিশ পাঠালেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘এসব কী, তিনি একটা দলের সেকেন্ড ইন কম্যান্ড, এতবড় একটা দায়িত্বে আছেন আর তার মুখের ভাষা এই! নাম নিয়ে একজন সাংসদকে উনি গুন্ডা বলছেন, এর দায়িত্ব তো ওনাকে নিতেই হবে ৷ আইনি পদক্ষেপ না নিলে লোকে ভাববে সত্যি তাই মেনে নিচ্ছি ৷ ’ আইনি নোটিশ ইমেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ যদিও তার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি ৷

Published by:Elina Datta
First published:

Tags: Abhishek Banerjee, Dilip Ghosh