#কলকাতা: বহিরাগত তত্ত্ব নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিল রাজ্যের শাসক দল। পাল্টা সুর চড়াল বিজেপিও। বহিরাগত তত্ত্বের আমদানিকে ক্ষুদ্রতার পরিচায়ক বলে সাংবাদিক সম্মেলনে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এ দিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূল রাদজনীতি করতে গিয়েই ববিরাগত তত্ত্ব আমদানি করছে। তাঁর যুক্তি তৃণমূলেরও সে অর্থে বহিরাগত রয়েছেন। উদাহরণ হিসেবে তিনি কেডি সিং এবং আহমেদ হাসান ইমরানের প্রসঙ্গ তুলে আনেন।
আসে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গও। তাঁর কথায়, 'পশ্চিমবঙ্গে যেসব লোক পরিযায়ী হয়ে বাইরে যায়, তাদের কি বহিরাগত বলা হয়, তারা ফিরে এলে কি চাকরি দিতে পারবে বর্তমান সরকার?'
দিলীপ ঘোষের মন্তব্য, পশ্চিমবাংলা সম্পর্কে ভুল বার্তা দেওযা হচ্ছে। তিনি পরিশেষ আনেন গুজরাট প্রসঙ্গ। দিন কয়েক আগে তিনি বাংলাকে গুজরাট বানানোর কথা বলায় রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। নিজের মন্তব্যেই অনড় থাকছেন দিলীপ। তাঁর কথায়," বাংলাকে গুজরাট বানাব। বাঙালি সেখানে গিয়ে কোটিপতি হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি শ্রমিক ওখানে কাজ করছে।"
ভিন রাজ্য থেকে ৫ বিজেপি নেতাকে বাংলায় এনে ভোট প্রস্তুতি তদারকির দায়িত্ব দিয়েছে বিজেপি। দলের ৫টি সাংগঠনিক জোনের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন ওই ৫ ব্যক্তি। বিজেপির ওই সিদ্ধান্ত সামনে আসতেই বহিরাগত তত্ত্ব নিয়ে সরব তৃণমূল। শাসক দলের দাবি, রাজ্য নেতৃত্বের ওপর আস্থা নেই বলেই গেরুয়া শিবিরে বহিরাগতর ভিড়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Election 2021, BJP, Dilip Ghosh, TMC