হোম /খবর /কলকাতা /
'কোলে চড়ে এসে এমপি হয়েছেন', অভিষেককে 'খোকাবাবু' বলে কটাক্ষ দিলীপের

'কোলে চড়ে এসে এমপি হয়েছেন', অভিষেককে 'খোকাবাবু' বলে কটাক্ষ দিলীপের! জবাব দিল তৃণমূল

অভিষেককে নতুন কটাক্ষ দিলীপের৷

অভিষেককে নতুন কটাক্ষ দিলীপের৷

দিলীপের খোকাবাবু কটাক্ষের জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ভাইপো না বলে সাহস থাকলে তাঁর নাম ধরে অভিযোগ করুন বিজেপি নেতারা৷ রবিবার সাতগাছিয়ার সভা থেকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের চ্যালেঞ্জের জবাবে তাঁকে এবার 'খোকাবাবু' বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কটাক্ষ করে বললেন, 'উনি কোলে চড়ে এসে সাংসদ হয়েছেন৷'

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এ দিন দিলীপ বলেন, 'ভাইপো বলেছে তো কী হয়েছে? আদর করে লোকে ভাইপো বলছে৷ দিল্লিতে তো যুবরাজকে পাপ্পু বলা হয়, সেটা বললে ভালো হবে? আমি ভাইপো বলছি না, আমি বলছি খোকাবাবু৷ কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছে, এখনও কোলই আছেন৷ যে লোকেরা ওনার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাঁরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাতজোড় করে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকছে৷ আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন৷ মানুষ সব জানেন৷'

রবিবার দিলীপকে মাফিয়া, গুন্ডা বলে কটাক্ষ করেছিলেন অভিষেক৷ তার জবাবে দিলীপ বলেন, 'বাংলার মানুষের জন্য গুন্ডামি করতে হলে আমি গুন্ডা৷ এখনও কিছুই দেখেননি, আরও গুন্ডামি দেখবেন৷'

তবে দিলীপের খোকাবাবু কটাক্ষের জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ বিজেপি রাজ্য সভাপতিকে তাঁর জবাব, 'কোলে চড়ে এসে বিধায়ক হয়েছে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের ছেলেরা৷ এরকম নামের লিস্ট দিতে পারি৷ উনি 'খোকাবাবু' বলছেন বলুন, মে মাসে খোকাবাবুর প্রত্যাবর্তণ দেখবেন৷ কৈলাস বিজয়বর্গীয় বার বার ভাইপো বলছিলেন, চ্যালেঞ্জ করা হয়েছিল অভিযোগ করলে নামটা বলুন৷ তাহলে মানহানির মামলা করে নাকে দড়ি দিয়ে ঘোরানো যাবে৷ বার বার এক একটা নাম দিয়ে কী বলা হল, তাতে কিছু আসে যায় না৷ খোকাবাবু তো আপনার পার্টিতে আছেন৷ যিনি বান্ধবীর আঁচল ছাড়া কথা বলতে পারেন না৷ তাঁর ফ্ল্যাটেই আপনার নেতারা যাচ্ছেন৷ আপনি সেখানে মধ্যাহ্নভোজ খেতে ছুটছেন৷'

দিলীপকে কটাক্ষ করে কুণাল ঘোষ আরও বলেন, 'যাঁদেরকে ওনারা নিজেদের অফিসে বসে নারদায় অভিযুক্ত বলেছিলেন, তাঁদেরকেই এখন ওনাদের মাথায় বসাতে হচ্ছে৷ আর পুরোন নেতারা প্লাস্টিকের চেয়ার কিনে ফুটপাথে বসে থাকছেন৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Abhishek Banerjee, BJP, Dilip Ghosh, TMC