কলকাতা: অনুব্রত প্রসঙ্গে ফের কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি। সেখানে তিনি তিন রাজ্যের ভোটের ফলাফলের পাশাপাশি মুখ খোলেন সাগরদিঘির উপ নির্বাচনের বিষয় নিয়েও।
দিলীপ ঘোষ বলেন, "তিন রাজ্যের ফলাফল যেমনটা আশা করা হয়েছিল, বিজেপি জিতবে বিজেপি জিতেছে। তিন জায়গায় বিজেপির সরকার হবে। সারা দেশে বিজেপির বিকল্প কেউ নেই। ফ্রি ফেয়ার ইলেকশন হলে সব জায়গায় বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গে হলে সেখানেও বিজেপি জিতবে।"
সাগরদিঘি প্রসঙ্গে তিনি বলেন, "কে টিএমসিকে এখন হারাবে তার ট্রেন্ড চলছে। ওদের মনে হয়েছে বিজেপি পারবে না, কংগ্রেস পারবে তাই টিএমসির বিরুদ্ধে ওখানে ভোট হয়েছে। মেঘালয়তে এনপিপি আমাদের পুরনো সঙ্গী। বিজেপি নিজের শক্তি পরীক্ষা করছিল। তাই আলাদা আলাদা লড়েছে সবাই। একসঙ্গে লড়লে আরও বেশি সিট পেতো। নর্থ ইস্ট এ যতগুলো সরকার আছে সব আমাদের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকলে আর্থিক সাহায্য পাবে। সাধারণ মানুষকে উন্নয়ন দিতে হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকতে হবে। এনপিপি তাই ঘোষণা করে দিয়েছে এখানে একসঙ্গে থাকবে।"
অনুব্রত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "তিহারে তখন ঠান্ডা ছিল কষ্ট হত। এখন গরম আছে দিল্লিতে। কষ্ট কম হবে। যত রকম ভাবে সম্ভব হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। পুলিশকে দিয়ে কেস করিয়ে তাঁকে বীরভূমে নিয়ে রাখা হয়েছে। ওনাকে রেখে পঞ্চায়েত ভোট করানোর কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন কোর্ট আদেশ দিয়েছে। এবার তো তিহার জেলে যেতেই হবে। পেট থেকে বেরোবে এবার সব কিছু।"
আরও পড়ুন, 'হোটেল, টিকিট বুক করা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়', তুমুল কটাক্ষ দিলীপের! কী ঘটল?
আরও পড়ুন, আগের হিসাব না পেলে এক কানাকড়িও নয় রাজ্যকে,আবাস নিয়ে মন্ত্রীর কাছে দরবার দিলীপের
নওশাদ সিদ্দিকির জামিন প্রসঙ্গে তিনি বলেন, "তাঁকে কেন ৪০ দিন আটকে রাখা হয়েছিল কেউ বুঝতে পারছে না। কোর্টের কাছে এমন কোনও প্রমাণ কেউ রাখতে পারেনি যে তিনি এমন কিছু ক্ষয় ক্ষতি করেছেন, হিংসা করেছেন। এটাও প্রতিহিংসার রাজনীতি আমরা প্রথম থেকেই নিন্দা করেছি। কোর্ট ও বলেছেন। মাননীয় স্পিকারও বলেছেন এটা অবৈধ। যে ধরনের রাজনীতি চলছে তারই একটা ফল এবং এরই প্রতিশোধ মানুষ মুর্শিদাবাদে নিয়েছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dilip Ghosh