হোম /খবর /কলকাতা /
সরকারের ইস্তফা দাবি দিলীপের, জবাব দিলেন সৌগত

সরকারের ইস্তফা দাবি দিলীপের, জবাব দিলেন সৌগত

দিলীপকে জবাব দিলেন সৌগত৷

দিলীপকে জবাব দিলেন সৌগত৷

শুক্রবারই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ ফলে তাঁর সঙ্গে তৃণমূলের বিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা:একের পর এক মন্ত্রী- সাংসদের ইস্তফা দিচ্ছেন৷ তাই এখনই ইস্তফা দেওয়া উচিত তৃণমূল সরকারের৷ এমনই দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বিজেপি রাজ্য সভাপতির দাবিকে গুরুত্বই দিতে চাননি তৃণমূল সাংসদ সৌগত রায়৷

শুক্রবারই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ ফলে তাঁর সঙ্গে তৃণমূলের বিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয়েছে৷ অন্যদিকে শুক্রবারই দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ এর পরেই তৃণমূলকে আক্রমণের আরও অস্ত্র পেয়ে যান বিজেপি নেতারা৷

এ দিন সকালে কৈখালীতে চা চক্রে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'একের পর এক মন্ত্রী-সাংসদ দল ছাড়ছেন৷ দলের বিপর্যয় মোকাবিলা করতে ব্যর্থ তৃণমূল৷ অবিলম্বে এই সরকারের ইস্তফা দেওয়া উচিত৷'

দিলীপবাবুর এই আক্রমণের জবাব দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ' ২১৮ জনের মধ্যে ১ জন বিধায়ক দল ছেড়েছেন৷ ২২ জন সাংসদের একজনও দল ছাড়েননি৷ ১৩ জন রাজ্যসভার সদস্যের মধ্যেও কেউ দল ছাড়েননি৷ বিপর্যয় কোথায় হল যে তারনমোকাবিলা করতে হবে? চা চক্রে গিয়ে প্রতিদিন আলটপকা মন্তব্য করাটা দিলীপবাবুর অভ্যাস হয়ে গিয়েছে৷ আগে নিজের তথ্য যাচাই করুন৷'

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরই তাঁকে বিজেপি-তে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো রাজ্য বিজেপি-র শীর্ষ নেতারা৷ গত লোকসভা নির্বাচনের আগে যেভাবে তৃণমূল ছেড়ে বেশ কিছু নেতা বিজেপি-তে যোগ দিয়েছিলেন, ফের তার পুনরাবৃত্তি হতে পারে বলেও দাবি করেন দিলীপ৷ রাজ্য বিজেপি-র আর এক নেতা সায়ন্তন বসু দাবি করেছেন, তৃণমূলের ২৪ জন বিধায়ক দল ছাড়তে তৈরি৷ একই দাবি শোনা গিয়েছে অন্যান্য বিজেপি নেতাদের গলাতেও৷ তাঁদের কারও কারও দাবি, খুব শিগগিরই সংখ্যালঘু হয়ে পড়বে তৃণমূল সরকার৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Dilip Ghosh, TMC