#কলকাতা: নামটা বেশ গালভরা। তবুও শান্তি, তবু আনন্দ তবু অনন্ত জাগে...। কিন্তু নামের মধ্যেই লুকিয়ে রয়েছে জাগলারিটা। অ্যানালগ থেকে ডিজিট্যালের বিবর্তন উঠে এসেছে কাঁকুরগাছি যুবকবৃন্দ পুজো থিমে। উপকরণ পুরোনো টেলিফোন থেকে ক্যাসেট, ঘড়ি থেকে সিডি।
কর লো দুনিয়া মুঠ্ঠি মে। একদিনে তো মুঠোর মধ্যে বিশ্ব আসেনি। লেগেছে অনেকটাই সময়। টেকনোলজির অভাবনীয় উন্নতির বিবর্তনের চিত্র ধরা পড়বে কাঁকুরগাছি চক্রবেরিয়ার পুজোয়। পুজো মণ্ডপে চারিদিকে তাকালে চোখে পড়বে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাজেটস। পুরনো গ্রামাফোন থেকে টেলিফোন, ক্যাসেট সিডি সবকিছুই পুজোর উপকরণ।
পুজো থিমের নাম দেওয়া হয়েছে তবুও শান্তি, তবু আনন্দ তবু অনন্ত জাগে। এই অনন্তের মধ্যেই টেকনোলজির জয়গান গাইতে চাইছেন পুজো উদ্যোক্তারা।
পুজোর তোরণটা হবে বিশাল পেন্ডুলাম ঘড়ির আদলে। সেই তোরণ দিয়েই সাবেকি প্রতিমা দর্শন করবেন সকলে।
প্রতিবারই কাঁকুরগাছি পুজোর চমক দিতে চায়। এ বছর টেকনোলজির তাস খেলে সকলের মন জয় করতে চাইছে তাঁরা।