• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া, শহিদনগর, রামলালবাজারে ডায়েরিয়ার প্রকোপে আতঙ্ক

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া, শহিদনগর, রামলালবাজারে ডায়েরিয়ার প্রকোপে আতঙ্ক

 • Share this:

  #কলকাতা: দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ডায়েরিয়ার প্রকোপ। ঢাকুরিয়া, শহিদনগর, রামলালবাজার এলাকায় দু সপ্তাহ ধরে ডায়েরিয়ায় আক্রান্ত বহু মানুষ। পানীয় জল থেকেই কি বিপত্তি? ইতিমধ্যেই জলের নমুনা পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে পুরসভা। জল কিনে বা ফুটিয়ে খাচ্ছেন অনেকেই।

  ঘরে ঘরে সবার বমি। সঙ্গে পেটের সমস্যা। একবার কমছে। আবার ফিরে আসছে। শিশু থেকে বয়স্ক বাদ নেই কেউই। প্রায় দু’সপ্তাহ ধরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ডায়েরিয়ার প্রকোপ।

  - ৯১, ৯২, ১০৫ নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ায় আক্রান্ত অনেকেই। ঢাকুরিয়া, শহিদনগর, রামলালবাজার এলাকায় ডায়েরিয়ার প্রকোপ। কারও বাড়িতে কয়েকজন সদস্য। কারও বাড়িতে ভুগছেন সবাই। একজনই বারবার আক্রান্ত হচ্ছেন। চিকিৎসককে দেখালেও পুরোপুরি সারছে না। দু সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পরে আছেন অনেকেই।

  স্থানীয়রা মনে করছেন, পানীয় জল থেকেই ডায়েরিয়া ছড়িয়েছে। পুরসভা থেকে ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন--  এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে,  জলে মেশানোর জন্য জিওলিন দেওয়া হয়েছে, জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে, কিন্তু তবুও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

  দু সপ্তাহ ধরে ডায়েরিয়ার প্রকোপে আতঙ্কিত ঢাকুরিয়া, শহিদনগর, রামলালবাজার এলাকার মানুষ। অনেকেই জল কিনে খাচ্ছেন। জল ফুটিয়েও খাচ্ছেন কেউ কেউ। জলের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই কারণ স্পষ্ট হবে। তারপরেই উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে পুরসভা।

  আরও পড়ুন-মেয়র পদে জয়ী হয়ে যেই কাজগুলো করতে চান ফিরহাদ হাকিম...

  First published: