• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ধূলাগড়ের এটিএমে বাতিল নোটের ঘটনায় উদ্বিগ্ন এসবিআই, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

ধূলাগড়ের এটিএমে বাতিল নোটের ঘটনায় উদ্বিগ্ন এসবিআই, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

Photo: News18 Bangla

Photo: News18 Bangla

ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিও ফুটেজ তলব করা হয়েছে এটিএমে অর্থ সরবরাহকারী সংস্থার থেকে।

 • Share this:

  #ধূলাগড়: ধূলাগড়ের এটিএম থেকে বাতিল নোট ঘটনায় উদ্বিগ্ন এসবিআই। ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিও ফুটেজ তলব করা হয়েছে এটিএমে অর্থ সরবরাহকারী সংস্থার থেকে। খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও। ব্যাঙ্ক সূত্রে খবর, এই ঘটনায় গাফিলতির প্রমাণ রয়েছে।

  এটিএমে টাকা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। এই মুহূর্তে এই টাকা পাঠানোর বিষয়টি ব্যাঙ্কের নিজের হাতে নেই। বেসরকারি সংস্থা ব্যাঙ্ক থেকে টাকা তোলা এবং ভরার কাজ করে। কলকাতার দুটি নির্দিষ্ট জায়গায় এসবিআইয়ের কারেন্সি চেস্ট রয়েছে। কত পরিমাণ অঙ্কের নোট নেওয়া হয় তার প্রাপ্ত সংখ্যা জমা দিতে হয়। তিন দফা পরীক্ষা হয়ে আসে।

  এসবিআই সূত্রে খবর, নোট শর্টিং মেশিন পরীক্ষায় কোনওভাবে নোট পাওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন উঠছে কীভাবে বাতিল নোট ধূলাগড়ের এটিএম থেকে পাওয়া গেল। টাকা সংগ্রহ, মেশিনে ভরা এবং এটিএম থেকে টাকা তুলতে গ্রাহকরা যারা আসেন গোটাটাই থাকে ক্যামেরাবন্দি। এই ঘটনা কীভাবে ঘটল তা জানতে এসবিআইয়ের ভরসা তাই ফুটেজ। সূত্রের খবর, যে টাকা ভরার দায়িত্বে ছিল তারা অন্য কোনও ব্যাঙ্কে টাকার সঙ্গে মিশিয়ে ফেলতে পারে। বাতিল হওয়া নোট এসেছিল বা নির্দিষ্ট ক্যাসেটে টাকা রাখা হয়। সেই ট্রেতে নোট আটকে গিয়ে সমস্যা হলে নোট ক্ষতিগ্রস্ত হয়। তা ধামাচাপা দিতে কাগজ মারা হয়।

  ওই ব্যক্তির সমর্থনে এগিয়ে এসেছেন ব্যাঙ্ককর্মীরা। কীভাবে সমাধান হতে পারে তার পথও বিশেষজ্ঞরা বাতলেছেন। বৃহস্পতিবার ডেকে পাঠানো হচ্ছে সরবরাহকারী সংস্থাকে। কীভাবে নোট মেশিনে ঢুকল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

  First published: