#Dhanteras: সোনা কেনার সঠিক সময় কখন, জানালেন স্বর্ণ ব্যবসায়ীরা

ভিড় দেখে অবশ্য বোঝার উপায় নেই, সোনার দাম বাড়ছে। যদিও অনেকে বলছেন, দামের জন্য কেনাকাটায় একটু কম্প্রোমাইজ করতেই হচ্ছে।

Bangla Editor | News18 Bangla
Updated:Oct 25, 2019 05:03 PM IST
#Dhanteras: সোনা কেনার সঠিক সময় কখন, জানালেন স্বর্ণ ব্যবসায়ীরা
Bangla Editor | News18 Bangla
Updated:Oct 25, 2019 05:03 PM IST

#কলকাতা: লক্ষ্মী আসেন ঘরে। এই আশায় কয়েক বছর ধরে বাংলায় ধনতেরাস যেন এক উৎসব। শহরের গয়নার দোকানে এদিন উপচে পড়া ভিড়। এটাই সোনা কেনার আদর্শ সময়, বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, দাম বাড়ায় কেনাকাটায় কাটছাঁট করতে হচ্ছে।

অবাঙালিদের ধনত্রয়োদশী উৎসবকে কবেই আপন করে নিয়েছে আমবাঙালি। দীপাবলীর আগে থেকেই শুরু হয়েছে কেনাকাটা। এ দিন সোনার গয়না কেনাকে অনেকে শুভ বলে মনে করেন। আলোর রোশনাই ও দোকানে দোকানে উপচে পড়া ভিড়ে শুরু দ্বীপান্বিতা আরাধনা।

ভিড় দেখে অবশ্য বোঝার উপায় নেই, সোনার দাম বাড়ছে। যদিও অনেকে বলছেন, দামের জন্য কেনাকাটায় একটু কম্প্রোমাইজ করতেই হচ্ছে।

দু’সপ্তাহ পর বৃহস্পতিবার থেকে সোনার দাম একটু কমেছে। ১০ গ্রাম সোনার দাম এখন ৩৭০০০ টাকা। এটাই সোনা কেনার সঠিক সময়। বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

শুক্রবার রাতভর গয়নার দোকান খোলা। বারো মাসে তেরো পার্বণে আর আটকে নেই বাঙালি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে বাঙালির নয়া পার্বণের নাম এখন ধনতেরাস।

First published: 05:03:12 PM Oct 25, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर