#নয়াদিল্লি: কোল ইন্ডিয়াকে ড্রোন ব্যবহারের অনুমতি দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং ডিজিসিএ। প্রধানত কোলফিল্ড এলাকায় খনিজ পদার্থ খনন এবং খোঁজার কাজেই এই ড্রোন ব্যবহারের অনুমতি দিল ডিজিসিএ। কোলফিল্ড এলাকায় কোল ইন্ডিয়া লিমিটেড যে সমীক্ষা চালায়, সে কাজে সাহায্য করতেই এই ড্রোন ব্যবহার করা হবে। শর্তসাপেক্ষে এই অনুমোদন আগামী বছরের ৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। তবে ড্রোন ব্যবহারের যে সব শর্ত দেওয়া হয়েছে, তা বজায় থাকলেই ওই অনুমোদন কার্যকর থাকবে।
এর আগে ক্রিকেট ম্যাচ সম্প্রসারণ থেকে বিভিন্ন প্রয়োজনে ড্রোন ব্যবহারের অনুমতি পেয়েছে বিসিসিআই। সম্প্রতি বিসিসিআই-কে এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শর্তসাপেক্ষে বিসিসিআই-কে দেওয়া এই অনুমতি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রক। তার পরে নতুন করে এ'বিষয়ে অনুমোদন নিতে হবে। একই ভাবে কোল ইন্ডিয়াকে ২০২২ সালের ৪ এপ্রিলের পরে ড্রোন ব্যবহার করতে হলে নতুন করে অনুমোদন নিতে হবে। তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে অনুমোদন মেলার পরেও চূড়ান্ত ভাবে ড্রোন ব্যবহারের আগে আরও বেশ কয়েকটি অনুমতি নিতে হবে। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়াও স্থানীয় প্রশাসন বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে কোল ইন্ডিয়াকে। কোল ইন্ডিয়ার এক কর্তার কথায়, "শুধু সমীক্ষার বিভিন্ন কাজের জন্যই নয়, ড্রোন ব্যবহারের কারণে এ বার থেকে সমীক্ষার উপরে নজরদারি চালানোও আগের থেকে অনেক সহজ হবে।"
Shalini Datta