#কলকাতা: স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন। বহুতলের ১৩ তলায় আগুন লেগেছে বলে খবর। সোমবার সন্ধে ৬টা ১০ নাগাদ আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বহুতলের একটি ঘরে যন্ত্রাংশ সারাই করা হত। সেখানেই সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। বহুতলে রয়েছে পূর্ব রেল দফতরের একটি গুরুত্বপূর্ণ অফিস। ঘটনায় আহত হয়েছেন রেলের দুই কর্মী।
বহুতলের ১৩ তলায় আগুন লাগার ফলে আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার।ল্যাডারে উঠে যথেষ্ট বেগ নিয়েই আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। সন্ধে থেকেই হাওয়া চলাচল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশঙ্কা রয়েছে। স্ট্র্যান্ড রোডে বন্ধ রয়েছে যান চলাচল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ল্যাডারে উঠে বাইরে থেকে আগুন নেভানোর কাজ চলছে। ১৩ তলায় আগুন লাগার ফলে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘটনার জেরে গোটা রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। অফিস ছুটি হয়ে যাওয়ার পর আগুনের ঘটনায় হতাহতের সম্ভাবনা কমে যায়। তা নাহলে বড়সড় দুর্ঘটনা হতে পারত এদিন, মনে করছেন দমকলকর্মীরা। উচ্চতা এই বহুতলের সবচেয়ে বড় প্রতিকূলতা। তবে এখনও পর্যন্ত কেউ এই বহুতলে আটকে পড়েননি বলেই খবর জানা গিয়েছে। ১৩ তল থেকে আগুন অন্য ফ্লোরে যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে দমকল কাজ চালিয়ে যাচ্ছে।