#কলকাতা: পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। এই সব শ্রমিকদের শুধু ঘরে ফেরানোই নয়, ফেরার পর তাঁদের দায়িত্ব নেওয়াও প্রয়োজন বলে মনে করেন অভিনেতা-সাংসদ দেব। সবরকম ভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। ঘাটালের এক স্থানীয় ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেব।
কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষদের দু'বেলা খাওয়ানোর ব্যবস্থা করেছিল দাশপুরের রাজনগর ইয়াং স্পোর্টিং ক্লাব। তবে দিনে দিনে বাড়ছে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা। ভাড়ার ফাঁকা হয়ে আসছে। অবশেষে এলাকার সাংসদ দেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এই ক্লাবের সদস্যরা। সমস্যার কথা জানতে পেড়ে তাঁদের আশ্বাস দেন অভিনেতা-সাংসদ। কথা রাখেন তিনি। বৃহস্পতিবার সন্ধেবেলাই ক্লাবে পৌঁছে যায় ১ কুইন্টাল চাল, ৫০ কেজি আলু, ১০ কেজি ডাল ও বিভিন্ন খাদ্য দ্রব্য। আগামিদিনেও দেব তাঁদের সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন। অভিনেতা- সাংসদের কাছ থেকে সাহায্য পেয়ে খুশি ক্লাব কতৃপক্ষ।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কাজ করছেন দেব। নেপাল, এমনকী জম্মু থেকেও পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছেন তিনি। শুধু ফেরানোই নয়, ফেরার পর তাঁদের থাকা, খাবার ব্যাবস্থাও করছেন দেব।
নিজের প্রযোজিত ছবির পোস্ট প্রোডাক্টশনের কাজ শুরু করে দিয়েছেন তিনি। তারই সঙ্গে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছেন দেব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dev, Migrant labour, Tollywood