শক্তি বাড়িয়ে আসছে আমফান ! ৯৫ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়
বুধবার বিকেলের পরে তীব্র আকার ধারণ করতে পারে ঝড়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে ঝড়ের গতিবেগ বেড়ে হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী ২৪ ঘণ্টায় তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলোয় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
#কলকাতা:করোনা হামলার মধ্যেই এবার আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আমফান ৷ দক্ষিণ-পূ্র্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ে ৷ আমফানের সম্ভাব্য অভিমুখ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার দিকে ৷ আগামী ২০ মে স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা আমফানের ৷ তেমনটা হলে এ রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে ৷ আগামী মঙ্গলবার থেকেই রাজ্যে উপকূলীয় জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে ৷ বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
Cyclonic storm 'AMPHAN' over Southeast Bay of Bengal&neighbourhood moved northwestwards slowly during past 6 hours&lay centered over same region at 2030 hrs on May 16. It's likely to intensify further into Severe Cyclonic Storm during next 12 hrs:Meteorological Centre,Bhubaneswar
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলোয় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ঝড়ের গতিবেগ ৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সোমবার থেকেই উত্তল হবে সমুদ্র। এর মধ্যে যারা সমুদ্রে গিয়েছেন তাদের ফিরে আসতে ও নতুন করে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন।