#কলকাতা: ঘনিয়ে এল সেই সময় । শুরু হয়ে গেল সুপার সাইক্লোন আমফানের ল্যান্ডফল । পূর্বাভাস মতই ঠিক দুপুর আড়াইটে নাগাদ উপকূলে আছড়ে পড়ল আমফান । এই প্রক্রিয়া চলবে ৪ ঘণ্টা ধরে । আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের মেঘের দেওয়াল পশ্চিবঙ্গের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে । দূরন্ত গতিতে স্থলভাগের ভিতরে প্রবেশ করছে সে । তছনছ শুরু হয়ে গেল কলকাতাতেও । ১০৫ কিমি গতিবেগে বইছে হাওয়া । তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টিও । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের । আশঙ্কায় গৃহবন্দি হয়ে সেই প্রহর গুণছে শহরবাসী । সাইক্লোনের চোখ স্থলভাগে আছড়ে পড়ার পরেই এর আসল ভয়াবহতা টের পাওয়া যাবে । এই চোখের বিস্তার ৪০ কিলোমিটার । পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় সবচেয়ে বেশি গতিতে আছড়ে পড়বে আমফান । ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিমি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।