Home /News /kolkata /
ল্যান্ডফল প্রক্রিয়া শুরু! চলছে ঝড়ের তাণ্ডব, দিঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ‘আমফান’

ল্যান্ডফল প্রক্রিয়া শুরু! চলছে ঝড়ের তাণ্ডব, দিঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ‘আমফান’

Photo Courtesy: Windy.com

Photo Courtesy: Windy.com

আরও ধ্বংসাত্মক রূপ নিতে পারে এই ঝড় ৷

 • Share this:

  #কলকাতা:  স্থলভাগে আমফানের আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু ৷  উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করে দিল অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান ! দিঘা থেকে এখনও ৬৫ কিমি এবং সাগরদ্বীপ থেকে এখনও ৩৫ কিমি দূরে রয়েছে এই ঝড় ৷  বিকেল ৫টা-র মধ্যেই পুরোপুরি স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় বলে অনুমান আবহাওয়াবিদদের ৷ ল্যান্ডফলের পর আরও কয়েক ঘণ্টা তাণ্ডবলীলা চালাবে এই ঘূর্ণিঝড় বলে জানা গিয়েছে ৷ আরও ধ্বংসাত্মক রূপ নিতে পারে এই ঝড় ৷ এখন কলকাতায় ঝড়ের গতিবেগ ৭০ কিমি/ঘণ্টা ৷

  ঝড়ের লাইভ অবস্থান জানতে ক্লিক করুন---> AMPHAN CYCLONE

  বেলা আড়াইটা থেকে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি স্থলভাগে আছড়ে পড়বে এই ঝড় বলে জানা গিয়েছে ৷ কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভেঙে পড়েছে গাছ ৷ রাস্তায় গাড়ি প্রায় নেই বললেই চলে ৷ শহরের সব বড় উড়ালপুলই বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ল্যান্ডফলের সময় এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮০ কিমি প্রতি ঘণ্টা ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Amphan, Cyclone Amphan

  পরবর্তী খবর