#কলকাতা:বাংলার উপকূলের আরও কাছকাছি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান ৷ আজ, বুধবার সকাল ১০টায় পাওয়া শেষ খবর অনুযায়ী আমফানের অবস্থান এখন দিঘা থেকে মাত্র ১৭৭ কিমি দূরে ৷ গতি বাড়িয়েই উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে আমফান।
আমফানের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন ৷ ঘূর্ণিঝড়ের জন্য আগাম সতর্কতামূলক সব ব্যবস্থাই নেওয়া হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দরও ৷ আগামিকাল, বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ বিমানবন্দরের সমস্ত অপারেশন ৷ লকডাউনের জন্য আপাতত যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকলেও কার্গো ও বন্দে ভারত মিশনের বিশেষ বিমানগুলি ওঠানামা করছে প্রতিনিয়ত ৷ সেই সব অপারেশনই কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
All operations suspended at Kolkata Airport till 5 am tomorrow in view of #CycloneAmphan including special flights, which were operational in view of #COVID19 pandemic: Airport Director #WestBengal
— ANI (@ANI) May 20, 2020
আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’ থেকে আমফান এখন ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে। কিছুটা শক্তি হারালেও এখন ‘অতি মারাত্মক’ চেহারা নিয়েই দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনও অঞ্চলে আজ, বুধবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আমফানের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan, Kolkata Airport