• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • হাইটেক ব্যবসার চাকচিক্য আজ ধূসর, কমছে সাইবার ক্যাফের প্রয়োজন

হাইটেক ব্যবসার চাকচিক্য আজ ধূসর, কমছে সাইবার ক্যাফের প্রয়োজন

কমছে সাইবার ক্যাফের প্রয়োজন

কমছে সাইবার ক্যাফের প্রয়োজন

 • Share this:

  #কলকাতা: প্রযুক্তির উত্থানের সঙ্গে সঙ্গেই তার উত্থান। তারপর? এই প্রযুক্তিই হয়ে উঠল তার সমস্যার কারণ। এখনও প্রতি পাড়ায় দু'একটা আছে যদিও... তবে সেইসব সাইবার ক্যাফের বিদায়ও সময়ের অপেক্ষা। যত দ্রুত আগমন, তত দ্রুত বিদায়। একটা সময় নতুন প্রজন্মের তাকে ছাড়া দিন চলত না। মিলেনিয়ামের শুরু। সার দেওয়া কিউবিকলে বসে বিশ্বকে দু হাতের মুঠোয় ধরার চেষ্টা। ঘণ্টায় তিরিশ টাকা। তাতেও উপরোধ, অনুরোধে যদি ১০মিনিট এক্স্ট্রা পাওয়া যায়... ম্যাজিক বাক্সে বন্দি সাইবার দুনিয়ায় যেন প্রাণভরে নতুনকে আলিঙ্গন...কয়েক বছরের মধ্যেই যা অতীত। কি-বোর্ডে ধুলোর পরত। কম্পিউটারের সংখ্যা ১০-১২ থেকে কমতে কমতে ২-৩। হাইটেক ব্যবসার চাকচিক্য আজ ধূসর। বাড়িতে বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ। হাতে হাতে স্মার্টফোন। কমতে থাকা ইন্টারনেটের খরচ। এক ঝটকায় থাবা বসিয়েছে ব্যবসায়। ওয়াই চ্যাট, ফেসবুকে প্রেম করার জন্য আজ আর অ্যাপয়েন্টমেন্ট করে নির্দিষ্ট সময়ে কম্পিউটারের সামনে বসার প্রয়োজন হয় না। সাইবার ক্যাফের প্রয়োজনীয়তা আটকে শুধুই প্রিন্টআউট নেওয়ায়। কালের নিয়মে বিদায় নিতে হয় সবাইকেই। তবে সাইবার ক্যাফের ইতিহাসের পাতায় চলে যাওয়াটা যেন বড্ড অল্প বয়সে। অসময়ে...

  First published: