হোম /খবর /কলকাতা /
লকডাউনে দই-মিষ্টির আকাল, এবার বাঁকে করে পাড়ায় আসবে দইওয়ালা

লকডাউনে দই-মিষ্টির আকাল, এবার বাঁকে করে পাড়ায় আসবে দইওয়ালা

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বাঙালির শেষ পাতে চাই দই। বিশেষ করে গ্রীষ্মকালে দই না হলে খাওয়া পরিপূর্ণ হয় না। রাজ্যের মধ্যে হুগলির সিঙ্গুর ও হরিপালের দইয়ের স্বাদ লোভনীয়। লকডাউনের জেরে কয়েকদিন মিষ্টির দোকান বন্ধ হওয়ার কারণে দইয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়েছিলেন বহু ক্রেতা। তাই আজ থেকে দোকানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের দই পাতা হয়েছে দোকানে। আজ থেকে দোকান খোলায় কম পরিমাণে দই তৈরি করা হয়েছে। তবে আগামিদিনে লকডাউনের জেরে যাঁরা বাড়ির ভিতরে আটকে রয়েছেন, তাঁদের জন্য পাড়ায় পাড়ায় বাঁকে করে দই বিক্রি করার পরিকল্পনা রয়েছে। মনে পড়ে যায় সেই 'অমল ও দইওয়ালার' গল্প।

Published by:Simli Raha
First published:

Tags: Curd, Lock Down