#কলকাতা: বাঙালির শেষ পাতে চাই দই। বিশেষ করে গ্রীষ্মকালে দই না হলে খাওয়া পরিপূর্ণ হয় না। রাজ্যের মধ্যে হুগলির সিঙ্গুর ও হরিপালের দইয়ের স্বাদ লোভনীয়। লকডাউনের জেরে কয়েকদিন মিষ্টির দোকান বন্ধ হওয়ার কারণে দইয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়েছিলেন বহু ক্রেতা। তাই আজ থেকে দোকানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের দই পাতা হয়েছে দোকানে। আজ থেকে দোকান খোলায় কম পরিমাণে দই তৈরি করা হয়েছে। তবে আগামিদিনে লকডাউনের জেরে যাঁরা বাড়ির ভিতরে আটকে রয়েছেন, তাঁদের জন্য পাড়ায় পাড়ায় বাঁকে করে দই বিক্রি করার পরিকল্পনা রয়েছে। মনে পড়ে যায় সেই 'অমল ও দইওয়ালার' গল্প।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।