#কলকাতা: গত বৃহস্পতিবার সন্ধের ব্যস্ত সময়ে আগুন লেগে যায় মেট্রোয় ৷ ময়দান স্টেশনে বৃহস্পতিবার আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ ময়দান স্টেশনে ঢোকার আগে কামরায় ধোঁয়া নজরে আসে যাত্রীদের ৷ স্টেশনের কাছে টানেলেই আটকে পড়ে ট্রেন ৷ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ৪০ জন যাত্রী ৷ বহুক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল ৷মেট্রোর সেই দুর্ঘটনার পর থেকেই একেরপর এক প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন উঠছে চালকের দায়বদ্ধতা নিয়েও ৷কেন আগুন লাগার পরেও মেট্রো থামাননি তিনি, কেনই বা কেবিনের দরজা বন্ধ করে নেমে গিয়েছিলেন, এমনই নানা প্রশ্নের সামনে পড়তে হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষকে ৷সে দিন সন্ধ্যায় ঠিক কী ঘটেছিল তা জানতেই এবার মেট্রোর সুড়ঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তভার গ্রহণ করলেন সিআরএস বা কমিশনার অফ রেলওয়ে সেফটি ৷