হোম /খবর /কলকাতা /
ভুয়ো এজেন্ট আমেরিকাতেও? নিউটাউন কলসেন্টার কেসে চাঞ্চল্যকর তথ্য

Crime: ভুয়ো এজেন্ট আমেরিকাতেও? নিউটাউন কলসেন্টার কেসে চাঞ্চল্যকর তথ্য

পুলিশ (প্রতীকী ছবি)

পুলিশ (প্রতীকী ছবি)

Crime: কয়েকদিন আগেই নিউটাউনে কল সেন্টারে পুলিশ হানা দেয়।

  • Share this:

কলকাতা: নিউটাউন কল সেন্টার কেসে চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, এজি ২২ নম্বর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। এর পাশাপাশি এদের আমেরিকাতেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। সেইসঙ্গে আমেরিকাতেও এদের এজেন্ট রয়েছে যারা সেখানকার তথ্য পাঠাতো এদের কাছে।

এই বাড়ি থেকে একটি টাকা গোনার মেশিনও উদ্ধার হয়েছে। সে ক্ষেত্রে পুলিশ মনে করছে, এই বাড়িতে বসেই প্রতারণার টাকা লেনদেন হত। এর পাশাপাশি হাওয়ালার নথিও পাওয়া গেছে। শুধু তাই নয় এদের দুবাইতে ও রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। সেখানে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নিউটাউনে কল সেন্টারে পুলিশ হানা দেয়। পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের কল সেন্টারে তল্লাশি চালিয়ে নগদ তিন কোটি ৯৬ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে। শুধু তাই নয়, দীর্ঘ তল্লাশিতে বিলাসবহুল একাধিক গাড়িও উদ্ধার হয় বলে খবর। এছাড়াও প্রচুর সোনার গয়না, ঘড়ি সহ একাধিক লক্ষাধিক মূল্যের সামগ্রী উদ্ধার হয়।

জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের। তাঁরা গুজরাত ও দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। সেই সময় তাঁদের কাছ ১৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সেই তদন্ত সূত্রেই গত ৬ ফেব্রুয়ারি লিলুয়াতে হানা দেয় পুলিশ। সেখানে আরও দুজনকে গ্রেফতার করা হয়। ওই দুজনের কাছ থেকে মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ।

আরও পড়ুন, 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

আরও পড়ুন,'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের

এই ঘটনা সূত্রেই আরও ৩টি জায়গার সন্ধান পায় পুলিশ। খোঁজ মেলে নিউটাউনের ভুয়ো কল সেন্টারের। সেই কল সেন্টারে পরে হানা দেয় পুলিশ। এখন এই কল সেন্টার ঘিরেই একের পর এক তথ্য উঠে আসছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Newtown