#কলকাতা: বঙ্গ ক্রিকেটে ডিজিটাল টাচ। এবার থেকে অ্যাপ থেকেই মিলবে স্থানীয় ক্রিকেটের আপডেটেড স্কোর। বৃহস্পতিবার ময়দান থেকেই শুরু হল নতুন অ্যাপের হাতেখড়ি।
ক্রিক HQ। এই অ্যাপেই রয়েছে ঘরোয়া ক্রিকেট ম্যাচের খুঁটিনাটি। কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। অবশেষে তা বাস্তব রূপ পেল। সিএবির সব ম্যাচের স্কোর এবার থেকে মিলবে অ্যাপে। তাই ম্যাচ দেখার জন্য এবার ময়দানে রোদে রোদে ঘুরতে হবে না। দেশবন্ধু পার্কে শ্যামবাজার বনাম ইস্টার্ন রেল ম্যাচ থেকেই অভিষেক হল অ্যাপের।
ময়দানে অনুষ্ঠিত যাবতীয় নক-আউট ও চ্যাম্পিয়নশিপ - সব ম্যাচের স্কোরই একসঙ্গে পাওয়া যাবে এই অ্যাপে ৷