• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • পাশেই তৈরি হচ্ছে বিশাল বিল্ডিং, সল্টলেকে ফাটল ধরল ডিবি ব্লকের বাড়িতে

পাশেই তৈরি হচ্ছে বিশাল বিল্ডিং, সল্টলেকে ফাটল ধরল ডিবি ব্লকের বাড়িতে

 • Share this:

  #সল্টলেক: সল্টলেকের ডিবি ৮৫ নম্বর বাড়ি জুড়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে ও বায়ু দূষণে ভুগছে ওই ব্লকের বাসিন্দারা। সব সময় অনুভূতি হচ্ছে কম্পনের। অভিযোগ, ওই ব্লকেই এই আবাসনের উল্টো দিকের প্লটে তৈরি হচ্ছে বড় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিল্ডিং। সেই কাজের জন্য নিয়ে আসা হয়েছে বড়বড় মেশিন। যার কাজের ফলে কম্পন ও বায়ু দূষণে জেরবার বাসিন্দারা। আর সেই কাজ বন্ধের দাবিতে ওই প্রজেক্টের গেটের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা। যদিও কোর্টে এই নিয়ে তাঁরা PIL ও করেছে। বিভিন্ন জায়গায় চিঠিও দেওয়া হয়েছে ৷ কিন্ত কোনও সুরাহা হয়নি। সেই কারণে আজ তাঁরা বিক্ষোভ দেখায়।

  First published: