#কলকাতা: বামের ভোট যাচ্ছে রামে, গত লোকসভা নির্বাচন থেকেই সামনে আসছিল এমন অভিযোগ। পাল্টা যুক্তি দিচ্ছিলেন সিপিএম নেতারাও। কিন্তু এবার সেই নেতৃত্বেই ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিহার জয়ী হয়ে যখন বাংলা জয়ে মরিয়া হয়ে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, তখন গ্রামপতনের শব্দ সিপিএম শিবিরে। মঙ্গলবারই যেমন বিজেপিতে যোগ দিলেন কলকাতা পুরসভার ১০২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার রিঙ্কু নস্কর। বিজেপির দাবি, তালিকায় আরও বড় নাম রয়েছে।
বাম শিবিরে যথেষ্ট পরিচিত নাম রিঙ্কু। পালের হাওয়া যখন উল্টো স্রোতে বইতে শুরু করেছে তখনও রিঙ্কু যাদবপুর এলাকায় গত পুর নির্বাচনে তৃণমূলের মুখের গ্রাস ছিনিয়ে এনেছিলেন। তার পরেও কেন দলপাল্টি!
সংবাদমাধ্যমের সামনে রিঙ্কু বলেন, এখন আর আদর্শ নীতি এসব ধরে বসে থাকে না কেউ। মানুষ ঝুঁকে রয়েছে বিজেপির দিকে সেই কারণেই তিনি বিজেপি অভিমুখী।
সূত্রের খবর, মুকুল রায়ের হাত ধরেই রিঙ্কুর বিজেপি গমন। তবে পারিবারিক কারণও আছে। রিঙ্কুর স্বামী মানস মুখোপাধ্যায় বিজেপি সমর্থক, পেশায় প্রোমোটার। সেই সূত্রেই রিঙ্কুর দলবদল।
সূত্রের খবর, রিঙ্কুর মতবদলের জন্য সিপিএম চেষ্টার কসুর করেনি। তবে ফল মেলেনি। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রিঙ্কুর বিদায় থেকেই দলের ভাঙন রোখা নতুন মাথাব্যথা হয়ে দাঁড়াল বামেদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim