#কলকাতা: ভোটের মুখে শক্তিপ্রদর্শন, নীচুতলার নেতা কর্মীদের অক্সিজেন দেওয়া এসবে যে ব্রিগেড সমাবেশই অব্যর্থ তা সিপিআইএম-এর চেয়ে ভালো আর কে জানে। তাই ২৮ ফেব্রুয়ারি ঐতিহাসিক সমাবেশ করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বামেরা, সঙ্গে থাকবে জোটসঙ্গী কংগ্রেসও। চেষ্টা করা হচ্ছে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিদেরও সমাবেশে আনার। সব মিলিয়ে দশ লক্ষ লোকের সমাবেশ করার পরিকল্পনা করছে বামেরা।
তবে ব্রিডের সমাবেশের খবর নয়, নেটদুনিয়ার চোখ টানছে এই সমাবেশের প্রচারের অভিনবত্ব। সোজা কথায়, গত কয়েক দশক ব্রিগেড চলো-দেওয়াল লিখন অভ্যস্ত বাঙালি মনকে ঝাঁকুনি দিয়ে যাবে নতুন প্রচারের ধরন। সৌজন্যে টুম্পাসোনা। হ্যাঁ হিট গানটির একটি প্যারোডি সংস্করণই ব্রিগেড সমাবেশের প্রচারে নেটদুনিয়ায় খেল দেখাচ্ছে।
গানের কথায় কথায় শ্লেষ, ব্যাঙ্গ, বিদ্রুপ রয়েছে তৃণমূল ও বিজেপির প্রতি। মোদি-মমতা দুইপক্ষকেই নানা ইস্যুতে তুলোধনা করা হয়েছে গানটিতে। অভিযোগ করে, স্বপ্ন বুনে ফিরে ফিরে আসছে মূল কথা-টুম্পা তোকে নিয়ে ব্রিগে়ড যাব। উঠে এসেছে সারদা নারদা প্রসঙ্গও। এমনকি এসেছে সাম্প্রতিক তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার ট্রেন্ডও। কৃষি আইন নিয়ে সুর চড়িয়ে প্যারোডি লেখক তোপ দাগছেন মোদি সরকারের বিরুদ্ধে। সিপিএম-তৃণমূলকে একত্রে বলছেন বিজেমূল।
অতীতে বেসরকারিকরণ, আন্তর্জাতিক পুঁজির লগ্নির বিরোধিতার মতো বহু বিষয় উঠে আসত বামেদের দেওয়াল লিখনে। একটা বড় অংশই অভিযোগ তুলত এই ধরনের স্লোগান তরুণ প্রজন্মকে বিচ্ছিন্নই করেছে। সেই জায়গায় এই টুম্পা সোনা গানটি এমনিতেই প্রবল ভাইরাল। তাঁকে প্যারোডি হিসেবে ব্যবহার করার বুদ্ধিটি বামেদের অক্সিজেন দেবে বলেই মনে করছে নেটদুনিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।