Home /News /kolkata /

২৫টি আসনে আজই প্রার্থী ঘোষণা করতে পারে বামেরা

২৫টি আসনে আজই প্রার্থী ঘোষণা করতে পারে বামেরা

 • Share this:

  #কলকাতা: শুক্রবার বৈঠকের পরে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ্যে আনতে চলেছে বামফ্রন্ট ৷ বসিরহাট এবং পুরুলিয়াতে লড়বে বামপ্রার্থীরা ৷ শুক্রবার বামফ্রন্টের সেই বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় ৷  সূত্রের খবর, আসন বন্টন নিয়ে সোমেন মিত্রের সঙ্গে কথা হয় বিমান বসুর ৷  সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই প্রার্থীরা তালিকায় রয়েছেন ৷ ২৫টি আসনের মধ্যে ৯টি আসনে শরিক দল এবং ১৬টি আসনে সিপিআইএমের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা ৷

  ইতিমধ্যেই বেশ কয়েক দফায় সিপিআইএম কংগ্রেস আলোচনা হয়েছে ৷ তবে, বারবার আলোচনা হলেও চূড়ান্ত কোনও সিদ্ধান্তই উঠে আসেনি ৷ একদিকে যেমন, কংগ্রেস স্পষ্ট জানিয়েছে গতবারের মত এবারেও তাদের জেতা আসন গুলিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে ৷ তেমনভাবেই ঠিক সিপিআইএম তথা বাম দলগুলি জেতা আসনগুলি কোনওমতেই না ছাড়ার পক্ষে ৷

  রায়গঞ্জ, মুর্শিদাবাদ আসনটি বর্তমানে বামফ্রন্টের দখলে রয়েছে ৷ সেখানে তারাই প্রার্থী দিতে চায় ৷ তেমনই জঙ্গিপুর, মালদহ উত্তর এবং দক্ষিণে কংগ্রেসের জেতা আসন কংগ্রেস প্রার্থী দিতে চাইছে ৷ এখন দেখার বিষয়, আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর প্রকাশ্যে কী আসতে চলেছে ৷

  First published:

  Tags: BattleOf2019election, Cpim, ElectionsWithNews18, Lok Sabha elections 2019

  পরবর্তী খবর