#কলকাতা: বেশ কয়েকবছর ধরে রক্তক্ষরণ অব্যাহত। গত লোকসভা নির্বাচনে সিপিএমের ভোট সাত শতাংশের নিচে নেমে গিয়েছিল। লালের ভোটব্যাংক মুখ ঘুরিয়েছে গেরুয়া শিবিরের দিকে। এমন অবস্থায় সামনে পুরসভা নির্বাচন। নির্বাচনে কংগ্রেস-সহ বাম ও সহযোগী দলগুলিকে একসাথে নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। কলকাতা পুরসভা নির্বাচনেও তার প্রস্ততি চলছে জোর কদমে। তার আগে সাংগঠনিক শক্তি যাচাই করতে ১৪৪টি ওয়ার্ডে সমীক্ষা চালিয়েছে সিপিআইএমের কলকাতা জেলা কমিটি ৷
সমীক্ষা রিপোর্ট কী বলছে?
সমীক্ষার রিপোর্ট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একক শক্তিতে কটা আসন দল জিততে পারে। একক ভাবে কতগুলো ওয়ার্ডে লড়াই করার জায়গায় আছে। আর কতগুলো আসনে অন্যন্য শক্তিগুলো (জোট) সম্মিলিত ভাবে লড়তে পারবে। তাতে দেখা যাচ্ছে চল্লিশটি আসনে একক শক্তিতে জেতার মতো শক্তি রয়েছে। পঞ্চাশটি আসনে লড়ার মতো ক্ষমতায় রয়েছে তারা। আর পয়ত্রিশটির মতো আসনে অন্যন্য দলকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামা যেতে পারে। দলীয় সূত্রে খবর, গত পুরসভা নির্বাচনে কলকাতায় যা ফলাফল হয়েছিল তারসঙ্গে অনেকটা মিল রয়েছে এই সমীক্ষায় ৷
লোকসভা নির্বাচনে সিপিএমের ভোট সাত শতাংশে নেমে গিয়েছে। এক লাফে অনেকটাই শক্তি বাড়িয়েছে বিজেপি। সেই তুলনায় এই সমীক্ষার ফলাফলকে ইতিবাচক মনে করছে সিপিএম কলকাতা জেলা কমিটি। জেলার এক নেতার বক্তব্য, 'লোকসভা নির্বাচনের তুলনায় পুরসভা নির্বাচন অন্য রকম হয়ে থাকে। লোকসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে পুরসভা নির্বাচনের কোনও মিল নেই। পুরসভা নির্বাচনে কাউন্সিলর এবং স্থানীয় নেতৃত্বের ভূমিকা মানুষের নজরে থাকে। এবং সেক্ষেত্রে আমাদের কাজের প্রতি মানুষের সমর্থন রয়েছে। তা ছাড়া সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিও অনুকূলে রয়েছে। রাজপথেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। অন্যদিকে বাকি দলগুলিকে নিয়ে মানুষ বিরক্ত। তারই প্রতিফলন রয়েছে সমীক্ষাতে।'
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কলকাতা পুরসভা অঞ্চলে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট না হওয়ায় বিজেপি বাড়তি সুবিধা পেয়েছে। পুরসভা নির্বাচনে জোটের প্রস্তুতি চালাচ্ছে দুই শিবির। সমীক্ষাতেও সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। তবে পুরসভা নির্বাচনে জোট হলে তার প্রভাব জোটের পক্ষে কতটা যায় তার দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল ৷
Ujjal Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim