হোম /খবর /কলকাতা /
একই ফ্ল্যাটের আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ, তদন্তে পুলিশ

একই ফ্ল্যাটের আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ, তদন্তে পুলিশ

representative image

representative image

একইসঙ্গে কী করে দু’জনের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Last Updated :
  • Share this:

#নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানা এলাকায় একটি বহুতল আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হল বৃদ্ধ-বৃদ্ধার দেহ। তপন বন্দ্যোপাধ্যায় (৭২) ও শ্রীমতি বকুল বন্দ্যোপাধ্যায় (৬৭) এই দু’জনের দেহ ফ্ল্যাটের দু’টি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার হয়। দু’জনেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। এঁদের একমাত্র ছেলে কয়েক বছর আগে জলে ডুবে মারা যায়।তারপর থেকে ওই বৃদ্ধ দম্পতি কারও সঙ্গেই বিশেষ মেলামেশা করতেন না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তাঁরা মানসিক অবসাদে ভুগতেন বলে জানা গিয়েছে। সোমবার সকালবেলা পরিচারিকা কাজ করতে এসে বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাননি। তিনিই বিষয়টি বাকিদের জানান। তাঁরা পুলিশকে খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। রবিবার রাতে কাজ করে যান পরিচারিকা। একইসঙ্গে কী করে দু’জনের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Published by:Simli Raha
First published:

Tags: Couple dead body, Narendrapur