#বাগুইআটি: পুরনো আসবাব কেনার নাম করে ঘরে ঢুকে রেকি। তারপর রাতে অপারেশন। পুলিশের জালে বাগুইআটির বান্টি অউর বাবলি। উদ্ধার ১৩১টি ল্যাপটপ।
আরও পড়ুন: ব্যাগে সাপ, হাতে বন্দুক, রাতের কলকাতায় নতুন কায়দায় লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা
রিলের বান্টি অউর বাবলি যেন রিয়েলে। স্বামী-স্ত্রী মিলে চুরি। বান্টি - সৌমেন বর্মন। বাবলি- তাঁর স্ত্রী সঙ্গীতা। বাড়ি - বাগুইআটির জগৎপুর। গত কয়েক মাস ধরে এই বাগুইআটিরই বিভিন্ন এলাকায় মোবাইল ফোন, ল্যাপটপ চুরি হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। তদন্তে পুলিশ জানতে পারে এই বান্টি-বাবলির কথা। দু’জনে টার্গেট করত পেয়িং গেস্টদের। পুরনো আসবাব কেনার নাম করে ঘরে ঢুকে সব কিছু দেখে নিত। তারপর রাতে নিখুঁত অপারেশন।
আরও পড়ুন: রাজ্যজুড়েই ঠাণ্ডার আমেজ, জাঁকিয়ে শীত পড়বে কবে ? জেনে নিন
বাগুইআটির বান্টি-বাবলির থেকে পাওয়া গিয়েছে ১৩১টি ল্যাপটপ ৷
কিন্তু, বেছে বেছে পেয়িং গেস্টদেরই কেন টার্গেট করত এই দম্পতি?
আরও পড়ুন: পড়া না করে আসায় প্রথম শ্রেণির ছাত্রকে বেধড়ক মার, চাঞ্চল্য লিলুয়ায়
পুলিশের অনুমান, এর পিছনে কোনও চক্র থাকতে পারে। ধৃতদের জেরা করে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।