#কলকাতা: এক ধাক্কায় অনেকটাই বাড়ল রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus in Kolkata)৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫২৷ মৃত্যু হয়েছে সাত জনের৷ গতকাল, সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯৷
কলকাতাতেও গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় চারশো ছুঁয়েছে৷ একদিনে কলকাতায় করোনা আক্রান্ত (Covid 19 update in Kolkata) হয়েছেন ৩৮২ জন৷ সোমবারের তুলনায় অবশ্য গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যাও অনেকটা বেড়েেছ৷ সোমবার যেখানে ১৭,৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেখানে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে৷
আরও পড়ুন: বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল! ওমিক্রন আতঙ্কে কড়া বিধিনিষেধ ফিরল দিল্লিতে
স্বাভাবিক ভাবেই বেড়েছে আক্রান্তের সংখ্যাও৷ আক্রান্তের নিরিখে যথারীতি কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগণা৷ গত চব্বিশ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৷
প্রসঙ্গত গত চব্বিশ ঘণ্টায় মুম্বই এবং দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে৷ মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৭৭ জন৷ দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯৬৷
আরও পড়ুন: কী ভাবে ষাটোর্ধ্বরা পাবেন তৃতীয় টিকা, ১৫-১৮ বছর বয়সিদের টিকার নিয়ম কী, জানাল কেন্দ্র
করোনা সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হচ্ছে দেখেই কড়া বিধিনিষেধের পথে হেঁটেছে মুম্বাই, দিল্লির মতো শহর৷ এ রাজ্যেও ফের কড়া বিধিনিষেধ লাগু করার হতে পারে, সোমবারই সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বড়দিন এবং বর্ষশেষ উদযাপনে পার্ক স্ট্রিটে বাঁধ ভাঙা ভিড়ের ছবি দেখা গিয়েছে৷ একই ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য বিধিকে শিকেয় তুুলে আনন্দে গা ভাসিয়েছেন মানুষ৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখেছিলেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা৷ সেই আশঙ্কাকে সত্যি করে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা৷
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারও উদ্বিগ্ন৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি বিশেষ দলকে রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus