#কলকাতা : দেশের ৮০ টি জেলায় লকডাউনের সিদ্ধান্তের প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ আর সেই পরামর্শেই সাড়া কলকাতা সহ রাজ্যের সব পুরসভা এবং বহু জেলা সম্পূর্ণ রূপে লকডাউনের পথে রাজ্য সরকার ৷ করোনার জেরে আতঙ্কের আবহে লকডাউন কথাটা এখন পরিচিত ৷ কিন্তু লকডাউনের সময় কী কী করা যাবে আর কী কী করা যাবে না তা জেনে নিন একেবারে ৷
কোনও পাবলিক ট্রান্সপোর্ট কী পাওয়া যাবে
কোনও রকমের কোনও পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাবে না ৷ প্রাইভেট বাস, ট্যাক্সি, অটো, কিছুই চলবে না ৷ আন্তরাজ্য বাস, ট্রেন ও মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে ৷ আপতকালীন পরিষেবা সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিছু কিছু রাজ্য সরকারি বাস চালাবে ৷
আমি কী ওলা ও উবের বুক করতে পারব ?
কোনও রকমের পাবলিক ট্রান্সপোর্টই ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ৷ তবে হাসপাতাল বা এয়ারপোর্টে আপতকালীন প্রয়োজনে গাড়ি পাওয়া যাবে ৷
বাড়ির গাড়ি বা মোটরবাইক করে রাস্তায় যাওয়া যাবে ?
হ্যাঁ নিশ্চয় ব্যবহার করতে পারেন তবে সেটা শুধুমাত্র যাঁর আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত আর যদি কেউ হাসপাতাল বা এয়ারপোর্টে যান তাহলেই সেই গাড়ি ব্যবহার করা যাবে এবং যদি গাড়ি আটকানো হয় তাহলে উপযুক্ত প্রমাণ দিতে হবে বেরোনোর কারণ হিসেবে ৷
নিজের পোষ্যকে নিয়ে কী পাড়ায় বেরোনো যায় ?
নিশ্চয় বেরোতে পারেন কিন্তু দলে বেরোবেন না এবং বেশি সময়ের জন্য কখনই নয় ৷
পাড়ার দোকান কী খোলা থাকবে ?
সমস্ত দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারখানা, ওয়ার্কশপ, অফিস , গোডাউন বন্ধ থাকবে ৷
পরিচারিকা ও ড্রাইভাররা কী কাজে আসবেন?
শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় আবশ্যিক পরিষেবা নেওয়াই উচিত ৷ তবে তাঁরা নিজেদের বাড়ি থেকে বেরোনোর ও ঢোকার সময় প্রশ্নের সামনে পরতে পারেন ৷
পেট্রোল কিনতে পারবেন কী ?
পেট্রোল পাম্প ,এলপিজি ও তেল এজেন্সিরা নিজেদের সার্ভিস দেবেন ৷
দিল্লির প্লেনের টিকিট থাকলে কী হবে ৷
সমস্ত আন্তর্জাতিক পরিষেবা বন্ধ হয়ে গেছে তবে আভ্যন্তরীন উড়ান এখনও পরিষেবা চালু রেখেছে ৷
কোনও ধর্মস্থান কী খোলা থাকবে ?
সমস্ত ধর্মের সব প্রার্থনা স্থল বা ঈশ্বরের অধিষ্ঠান স্থল বন্ধ রাখা থাকবে ৷
হাসপাতালে যাওয়া যাবে?
হ্যাঁ সমস্ত হাসপাতালের পরিষেবা পাওয়া যাবে আর সেখানে যাওয়া যাবে ৷
ওষুধ লাগলে কী হবে ৷
সমস্ত ওষুধের দোকান খোলা থাকবে ৷
আমি কী অনলাইনে খাবারদাবার ,ওষুধের ডেলিভারি পেতে পারি?
অত্যাবশকীয় সমস্ত পণ্যের পরিষেবা বাড়িতে বসেই পেতে পারেন ৷ আনাজপত্র, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, ওষুধ , নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবই পাওয়া যাবে ৷
সাংবাদিকরা কী বাইরে বেরোতে পারেন?
প্রিন্ট ,ওয়েব ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য বাইরে বেরোতে পারেন ৷
ব্যাঙ্ক থেকে কী টাকা তোলা যাবে?
হ্যাঁ ব্যাঙ্কের ক্যাশিয়ার ও টেলর অপারেশন চলবে এছাড়া এটিএম পরিষেবাও চালু থাকবে ৷ তবে যে ব্যক্তি টাকা তুলতে বেরোবেন তাঁকে সেলফ ডিক্লারেশন দিতে হবে ৷
ইন্টারনেট পরিষেবা কী বন্ধ থাকবে ৷
না টেলিকম ,ইন্টারনেট ও পোস্টাল পরিষেবা জারি থাকবে ৷
আমি কী দল বেঁধে বেরোতে পারি ?৷
দল বেঁধে বেরোনোর কোনও প্রশ্নই নেই৷
কী কী এই লক়ডাউনের বাইরে থাকবে ?
ম্যাজিস্ট্রেটের অফিস, পুলিশ, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী দফতর, জেল, ফেয়ার প্রাইস শপ, দমকল, বিদ্যুৎ, জল, মিউনিসিপ্যাল সার্ভিস এর বাইরে থাকবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Kolkata, Lockdown, করোনা ভাইরাস, লকডাউন