হোম /খবর /কলকাতা /
চুমু তো নয়, জড়াজড়িও নয়, নয়া নির্দেশিকা মেট্রোর

চুমু তো নয়, জড়াজড়িও নয়, নয়া নির্দেশিকা মেট্রোর    

পূর্ব রেলের হেল্পলাইন নাম্বার চালু

  • Share this:

#কলকাতা: চুম্বন নয়। মেট্রো স্টেশনে করোনা সচেতনতায় কী করবেন আর কী করবেন না সেই পোস্টারে এমনটা উল্লেখ করা আছে। এভাবেই করোনা নিয়ে সচেতনতার পাঠ দেওয়া শুরু করল মেট্রো রেল। অন্যদিকে পূর্ব রেল করোনার জন্য চালু করল বিশেষ হেল্পলাইন নাম্বার। কলকাতা মেট্রো রেলে চুম্বন করবেন না! এমন বার্তা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে।জ্বর-সর্দি-কাশি হলে দূরে থাকতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কোনও ধরণের সন্দেহ তৈরি হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতেও বলা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সচেতনতা প্রচার চালাতে গিয়ে, হ্যান্ড শেক, কোলাকুলির পাশাপাশি পোস্টারে চুম্বনের বিষয়টিরও উল্লেখ করছে মেট্রো। তবে এ বিষয়টিতে খারাপের কিছু দেখছেন না মেট্রো কর্তারা। তারা বলছেন চুম্বন, হ্যান্ড শেক বা কোলাকুলির সঙ্গে তো সংস্পর্শের বিষয়টি জড়িত। তাই এই কথা বলা হয়েছে। ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়ে ইস্ট-ওয়েস্ট এবং কলকাতা মেট্রো স্টেশনগুলিতে যে প্রচার চালানো হচ্ছে, তাতে এগুলি না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনের বিভিন্ন প্রান্তে এই বিষয়ে পোস্টার দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোতে গড়ে ৬ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেন। নতুন চালু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোয় গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। ফলে এত সংখ্যক মানুষের কাছে পৌছনোর জন্য করোনা ভাইরাস থেকে বাঁচতে কী করণীয়, তা জানাতে মেট্রো এ ভাবেই উদ্যোগী হয়েছে। এ বিষয়ে পোস্টারও বানানো হয়েছে।মেট্রোতে যাতায়াতের সময়, যাতে কোনও ভাবে করোনার সংক্রমণ না ছড়িয়ে পড়ে, আগে থেকে যাতে যাত্রীদের সচেতন করা যায়, সে কারণে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।ইতিমধ্যেই রেলের তরফ থেকে করোনা নিয়ে সমস্ত জোন গুলিকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সমস্ত রেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখতে হবে। দূরপাল্লার ট্রেনে কেউ উপসর্গ নিয়ে উঠলেই তাকে প্রথমে আইসোলেশন ওয়ার্ড ও পরে কাছাকাছি হাসপাতালে পাঠাতে হবে। রেলের বিভিন্ন পোস্টারে উল্লেখ করা হয়েছে, পৃথিবীর বহু দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। অযথা চিন্তা করবেন না। তাই সতর্ক থাকুন। কাশি বা হাঁচির সময় রুমাল দিয়ে মুখ ঢাকুন। সাবান বা জল দিয়ে হাত ধুয়ে নিন। ভিড়ে যাবেন না। জ্বরের সংক্রমিত ব্যক্তির থেকে এক হাত দূরে থাকুন। ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। কারও সঙ্গে সাক্ষাতের সময় হাত মেলাবেন না। আলিঙ্গন করবেন না অথবা চুম্বন করবেন না।অন্যদিকে, করোনা সচেতনতায় পূর্ব রেলের তরফ থেকে চালু করা হল কন্ট্রোল রুম। পূর্ব রেলের প্রধান হাসপাতাল বি আর সিং হাসপাতালে এই কন্ট্রোল রুম চালু করা থাকবে। এছাড়া চালু করা হল বিশেষ হেল্পলাইন নাম্বার। নাম্বার গুলি হল ০৩৩২৩৬০৬৭১৩ ও ৯০০২০২০৮৪৫ এছাড়া রেলওয়ে ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে ৩২৮০৩।

ABIR GHOSHAL

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Awareness poster, Coronavirus, Kolkata metro