#কলকাতা: চুম্বন নয়। মেট্রো স্টেশনে করোনা সচেতনতায় কী করবেন আর কী করবেন না সেই পোস্টারে এমনটা উল্লেখ করা আছে। এভাবেই করোনা নিয়ে সচেতনতার পাঠ দেওয়া শুরু করল মেট্রো রেল। অন্যদিকে পূর্ব রেল করোনার জন্য চালু করল বিশেষ হেল্পলাইন নাম্বার। কলকাতা মেট্রো রেলে চুম্বন করবেন না! এমন বার্তা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে।জ্বর-সর্দি-কাশি হলে দূরে থাকতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কোনও ধরণের সন্দেহ তৈরি হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতেও বলা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সচেতনতা প্রচার চালাতে গিয়ে, হ্যান্ড শেক, কোলাকুলির পাশাপাশি পোস্টারে চুম্বনের বিষয়টিরও উল্লেখ করছে মেট্রো। তবে এ বিষয়টিতে খারাপের কিছু দেখছেন না মেট্রো কর্তারা। তারা বলছেন চুম্বন, হ্যান্ড শেক বা কোলাকুলির সঙ্গে তো সংস্পর্শের বিষয়টি জড়িত। তাই এই কথা বলা হয়েছে। ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়ে ইস্ট-ওয়েস্ট এবং কলকাতা মেট্রো স্টেশনগুলিতে যে প্রচার চালানো হচ্ছে, তাতে এগুলি না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনের বিভিন্ন প্রান্তে এই বিষয়ে পোস্টার দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোতে গড়ে ৬ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেন। নতুন চালু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোয় গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। ফলে এত সংখ্যক মানুষের কাছে পৌছনোর জন্য করোনা ভাইরাস থেকে বাঁচতে কী করণীয়, তা জানাতে মেট্রো এ ভাবেই উদ্যোগী হয়েছে। এ বিষয়ে পোস্টারও বানানো হয়েছে।
ABIR GHOSHAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Awareness poster, Coronavirus, Kolkata metro