হোম /খবর /কলকাতা /
COVID-19: লকডাউনের জের, ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা মেট্রো

COVID-19: লকডাউনের জের, ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা মেট্রো

প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই মেট্রো পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেয় কলাতা মেট্রো

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রত্যাশামতোই বাড়ল লকডাউন ৷ আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন বাড়ানোর কথা মঙ্গলবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনার প্রভাবমুক্ত এলাকায় কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য দিকে করোনার হটস্পটগুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হতে পারে। এ বিষয়ে আগামিকাল,বুধবারই গাইডলাইন জারি করবে কেন্দ্র।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই মেট্রো পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেয় কলাতা মেট্রো রেল। ট্যুইট করে কলকাতা মেট্রো জানিয়ে দেয় যে করোনা ভাইরাস মহামারীর জন্য ৩ মে রাত ১২টা পর্যন্ত স্থগিত থাকবে মেট্রো পরিষেবা।

ভারতীয় রেলের পক্ষ থেকেও মঙ্গলবার জানানো হয়েছে, 2400hrs of 3rd May 2020 পর্যন্ত দেশে বন্ধ থাকবে ট্রেন চলাচল ৷ তবে জরুরী জিনিসপত্র এবং অন্যান্য জিনিস দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য মালগাড়ির পরিষেবা চালু থাকবে এখনকার মতোই ৷ পাশাপাশি টিকিট বুকিং এবং ক্যানসেলেশনের জন্য সব কাউন্টারগুলি রিজার্ভ বা আনরিজার্ভ-এর জন্য রেল স্টেশনগুলি এবং বাইরে বন্ধ থাকবে ৩ মে পর্যন্তই ৷

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Coronavirus, Kolkata metro, Lockdown extension, Railways