হোম /খবর /কলকাতা /
করোনার দ্বিতীয় ঢেউ ছাড়ছে না শিশুদেরও, আপনার সন্তানের মধ্যে এই উপসর্গগুলি নেই তো?

Corona 2nd Wave: আরও ভয়াবহ করোনার দ্বিতীয় ঢেউ, ছাড়ছে না শিশুদেরও, আপনার সন্তানের মধ্যে এই উপসর্গগুলি নেই তো?

এপিডেমিওলজিস্ট বা মহামারী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দ্বিতীয় ঢেউয়ে করোনার নয়া স্ট্রেন আরও মারাত্মক, আরও শক্তিশালী, ছাড় মিলছে না শিশুদেরও

  • Last Updated :
  • Share this:

#কলকাতা:ফের ভয় দেখাচ্ছে করোনা! চলতি বছরের শুরুতে করোনা গ্রাফ খানিকটা স্বস্তি দিয়েছিল, কিন্তু কিন্তু মাস ঘুরতে না ঘুরতে ফের ভয়াবহ মারণ ভাইরাস! করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, দেশের ১৬টি রাজ্যে কোভিড সংক্রমণের হার বেড়েছে সব থেকে বেশি। সরকারী তথ্য অনুসারে, এই ১৬টি রাজ্যের মধ্যে ৬টি রাজ্যে , গত ১০ দিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এপিডেমিওলজিস্ট বা মহামারী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দ্বিতীয় ঢেউয়ে করোনার নয়া স্ট্রেন আরও মারাত্মক, আরও শক্তিশালী, ছাড় মিলছে না শিশুদেরও! আগের স্ট্রেন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু নতুন স্ট্রেনে শিশুরাও আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই, বেঙ্গালুরুর একটি স্কুলে ৪০০ শিশু এই দ্বিতীয় প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি দেশের আরও নানা রাজ্যে শিশুরা এই নতু স্ট্রেনের শিকার হয়েছে! সবথেকে ভয়ের বিষয় শিশুদের জন্য কোনও ভ্যাকসিন নেই। কাজেই আগেভাগে সতর্ক হন! শিশুদের মধ্যে এই উপসর্গগুলি দেখলেই চিকিৎসকের কাছে যান--

হারভার্ডের গবষেকরা জানাচ্ছেন, করোনার নতুন প্রজাতি সংক্রমণে শিশুদের জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি দেখা দিচ্ছে। জ্বর বেশকিছুদিন ধরেই থাকছে।

গায়ে, মুখ ঠোঁটে র‍্যাশ বের হচ্ছে

শিশুদের চোখ লাল হয়ে যাচ্ছে, ঠোঁট ফাটছে

পেশীতে ব্যথা, ক্লান্তিবমিভাব, গা গোলানো, পেটে ব্যথা।

দ্বিতীয় ঢেউয়ে প্রাপ্তবয়স্কদের আগের মতোই জ্বর আসছে, স্বাদ-গন্ধের পরিবর্তন হচ্ছে, গায়ে ব্যথা, শ্বাস কষ্টও হচ্ছে। পাশাপাশি রয়েছে আরও কিছু নয়া উপসর্গ, যেমন--

পৈটিক গণ্ডগোল-- করোনার দ্বিতীয় ঢেউয়ে হজমক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা দিচ্ছে ডায়রিয়া, বমি, পেটের ব্যাথা, গা-গোলানো ভাব।

রেড আই বা লাল চোখ-- করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের চোখ অনেক সময়েই লাল হয়ে ফুলে উঠছে। চোখ থেকে জলও পড়ছে।

শ্রবণ ক্ষমতা হ্রাস-- করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়েও আক্রান্তদের সর্দি-কাশি, বুকে কফ জমছে। কিন্তু এক্ষেত্রে কাশির আওয়াজ আগের থেকে আলাদা। গলার স্বরেও পরিবর্তন দেখা দিচ্ছে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Corona 2nd Wave