#কলকাতা: গোটা দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই । আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। এ রাজ্যেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল বা শনিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৫, রবিবার আরও ২ জন বেড়ে তা ৭ হয়েছে। রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্ত এখন ৯৫।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর বুলেটিন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৫২৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আজ রাজ্যের সব সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম মিলিয়ে স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী ৩২৯ জন করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ১৭৫৬ জনকে করণা আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকার পর ছেড়ে দেওয়া হয়েছে। সারা রাজ্যে এখন হোম করেন্টন বা গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৪০,৫৭৬ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ১০,৭৩০ জন।
এবার বাড়ি থেকে বেরলেই পড়তে হবে মাস্ক ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷ সোমবার অর্থাৎ আগামিকাল থেকেই চালু এই নিয়ম ৷ এবার মাস্ক না পড়ে রাস্তায় বেরোলেই ধরপাকড় করবে পুলিশ। নির্দেশ না মানলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের ৷
লকডাউনের মধ্যেও অতি প্রয়োজনে যে সমস্ত মানুষজন রাস্তায় বের হবেন তাঁদের প্রত্যেককে মাস্ক পরেই এবার থেকে রাস্তায় বেরোতে হবে। এমনটাই নির্দেশিকা জারি করে জানিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই নির্দেশ কার্যকর করতে পুলিশ সক্রিয় ভূমিকা নেবে। শুধুমাত্র কলকাতাই নয়, গোটা রাজ্য জুড়েই একই নিয়ম লাগু হতে চলেছে। প্রয়োজনে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ আইন প্রয়োগও করতে পারে বলেও খবর।
তবে N95 কিংবা সার্জিকাল মাস্কই যে পরতে হবে তা নয়। বাড়ি থেকে বের হওয়ার সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় কিংবা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাস্তায় বের হলেও চলবে। কিন্তু নাক মুখ ঢাকতে ফেস কভার বাধ্যতামূলক করা হচ্ছে। আর যারা এই নিয়ম মানবেন না তাঁদেরকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
ABHIJIT CHANDA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal, Coronavirus, COVID-19, Death Toll