• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • SSC নিয়োগ তালিকা বিতর্ক, নির্বাচিত হয়েও বাদ ৫ পরীক্ষার্থীর নাম

SSC নিয়োগ তালিকা বিতর্ক, নির্বাচিত হয়েও বাদ ৫ পরীক্ষার্থীর নাম

ফের বিতর্কে সরকারি চাকরির নিয়োগ ৷ এবার SSC-র ফুড সাপ্লাই ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার চুড়ান্ত তালিকা নিয়ে শুরু হল নয়া বিতর্ক ৷

ফের বিতর্কে সরকারি চাকরির নিয়োগ ৷ এবার SSC-র ফুড সাপ্লাই ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার চুড়ান্ত তালিকা নিয়ে শুরু হল নয়া বিতর্ক ৷

ফের বিতর্কে সরকারি চাকরির নিয়োগ ৷ এবার SSC-র ফুড সাপ্লাই ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার চুড়ান্ত তালিকা নিয়ে শুরু হল নয়া বিতর্ক ৷

 • Share this:

  #জলপাইগুড়ি: ফের বিতর্কে সরকারি চাকরির নিয়োগ ৷ এবার SSC-র ফুড সাপ্লাই ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার চুড়ান্ত তালিকা নিয়ে শুরু হল নয়া বিতর্ক ৷

  নিয়োগ তালিকায় নাম ওঠার পর বাদ গেল পাঁচ পরীক্ষার্থীর নাম ৷ অভিযোগ, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন প্রকাশিত নিয়োগের চুড়ান্ত তালিকায় প্রথমে নাম থাকা সত্ত্বেও পরে বাদ দেওয়া হয় পাঁচ পরীক্ষার্থীর নাম ৷ বাদ পড়া পাঁচ পরীক্ষার্থী জালিয়াতির অভিযোগ তুলেছেন ৷

  গত ১৭ জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের সরকারী ওয়েবসাইটে http://www.wbssc.gov.in/ প্রকাশিত হয় ফুড সাপ্লাই ইনস্পেক্টর পদে নিয়োগের চুড়ান্ত তালিকা ৷ সেই তালিকায় মোট ২২৭ জন নির্বাচিত পরীক্ষার্থীর নাম ছিল ৷ কিন্তু ১২ ঘণ্টা পরেই সেই তালিকা ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয় ৷ ওইদিনই স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে জানানো হয়, টেকনিক্যাল ফল্টের কারণে কিছু নাম বাদ পড়েছে ৷ শীঘ্রই নতুন তালিকা প্রকাশ করা হবে ৷

  পরে আবার ১৯ জানুয়ারী একটি নতুন তালিকা প্রকাশ করে স্টাফ সিলেকশন কমিশন ৷ এই তালিকা প্রকাশের পরই শুরু হয় বিতর্ক ৷ দেখা যায়, আগের তালিকায় প্রকাশিত পাঁচ জন পরীক্ষার্থীর নাম এই নতুন তালিকায় বাদ পড়েছে ৷ এই পাঁচ জন পরীক্ষার্থীই জলপাইগুড়ি, ধূপগুড়ি,আলিপুরদুয়ারের বাসিন্দা ৷

  নতুন নিয়োগ তালিকায় নাম বাদ যাওয়ায় প্রবল ক্ষুব্ধ ওই পাঁচ পরীক্ষার্থী কমিশনে অভিযোগ জানান ৷ তাদের অভিযোগ, নিয়োগ নিয়ে দুর্নীতি চলছে ৷ SSC বোর্ডের আধিকারিকদের সঙ্গে সাক্ষা‍ৎ করতে কলকাতায় এসেছেন ওই পাঁচ পরীক্ষার্থী ৷ ব্যবস্থা না নেওয়া হলে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই পাঁচ পরীক্ষার্থী ৷

  First published: